• রাজগঞ্জের বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ
    বর্তমান | ০৬ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জের বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেফতার করতে হবে। আজ, বৃহস্পতিবার এই স্লোগান তুলে বিডিও চত্বরে বিক্ষোভ দেখান ঠিকাদারদের একাংশ। সেই ঘটনাকে কেন্দ্র করে আলোড়ন ছড়ায় বিডিও অফিসে। এদিন অবশ্য অফিসে বিডিওর দেখা মেলেনি। নীলবাতি গাড়ি রয়েছে। কিন্তু বিডিও প্রশান্ত বর্মনকে তাঁর চেম্বারে পাওয়া যায়নি। স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনায় বিডিওর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এই নিয়ে তাঁকে গ্রেফতারের দাবি তুলেছেন অনেকে।বিডিও অফিস চত্বরে আজ, বৃহস্পতিবার মোতায়েন করা হয়েছে পুলিশ। রাজগঞ্জ ব্লকের ঠিকাদারদের একাংশ কাজ করে টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। এনিয়েও বিডিওর বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাঁরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখান ঠিকাদারেরা। বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৃহত্তর আন্দোলনের নামার হুমকিও দিয়েছেন তারা। এই বিষয়ে ব্লকের বড়বাবু সঞ্জীব রায়ের সাফাই, আজ বিডিও নেই। কিন্তু তিনি অফিসে নিয়মিত আসেন। আজ বিডিও না থাকলেও অফিসের কাজকর্ম স্বাভাবিক রয়েছে।
  • Link to this news (বর্তমান)