• ‘হাইড্রোজেন বোমা ফাটল না’, রাহুলকে কটাক্ষ রিজিজুর
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: পুরোটাই নাটক। বিহার নির্বাচন থেকে নজর ঘোরাতেই হরিয়ানার কথা বলছেন। তাঁর হাইড্রোজেন বোমা কখনও বিস্ফোরণ হয় না। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে এই মর্মেই বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার সকালেই কংগ্রেসের দপ্তরে সাংবাদিক বৈঠক করে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ করেন রাহুল। এর ঘণ্টাখানেকের মধ্যেই একপ্রকার ঢিলছোড়া দূরত্বে বিজেপির সদর দপ্তরে সাংবাদিকদের ডেকে রাহুলের অভিযোগের জবাব দেন রিজিজু। তিনি বলেন, “রাহুল গান্ধী আজ আবার এক ঘণ্টা আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, যাতে তাঁর ব্যর্থতা আড়াল করতে পারেন। বিহারে নির্বাচন। আর তিনি হরিয়ানার কথা বলছেন। এটা প্রমাণ করে বিহারে কংগ্রেসের আর কিছু করার নেই এবং তাই চোখ সরাতে হরিয়ানার কথা তোলা হচ্ছে। আমরাও অনেক নির্বাচনে হেরেছি, কিন্তু আমরা কখনও অভিযোগ করিনি। আমরা কখনও নির্বাচন কমিশনকে গালিগালাজ করিনি। আমরা সর্বদা ফলাফলকে স্বাগত জানাই।”

    রাহুলের ‘হাইড্রোজেন বোমা’ বিস্ফোরণ মন্তব্য নিয়েও সমালোচনায় মুখর হয়েছেন রিজিজু। বলেন, “রাহুল গান্ধী বলেন যে হাইড্রোজেন বোমা বিস্ফোরিত হবে, কিন্তু কেন তাঁর হাইড্রোজেন বোমা কখনই বিস্ফোরিত হয় না? তিনি কখনও কোনও বিষয়কে গুরুত্ব দেন না, তার জন্যই তিনি বলেন, হাইড্রোজেন বোমা বিস্ফোরিত হবে।” বিজেপি নেত্রী রাধিকা খেরাও রাহুল গান্ধীর ‘ব্রাজিলিয়ান মডেল’ অভিযোগের পালটা জবাবে বলেছেন, “ভারতেও একজন ইতালিয়ান মহিলা ভোট দিয়েছিলেন। আপনি কি তাঁর নাম জানেন?”

    রাহুলের দাবিকে ‘নাটক’ বলে অভিহিত করে তিনি গণতন্ত্রের অপব্যবহার করছেন বলেও সরব হয়েছেন রিজিজু। হরিয়ানা নির্বাচন সম্পর্কে রাহুলের অভিযোগের জবাবে রিজিজু বলেন, “২০০৪ সালে বিজেপি বুথ ফেরত সমীক্ষায় জিতেছিল, কিন্তু ফলাফলে হেরে গিয়েছে। গণতন্ত্রে জয় বা পরাজয় মেনে নিতে হবে। নির্বাচনে হেরে আমরা কখনও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলিনি। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদনও করিনি।”

    রাহুলের বিদেশ সফরকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “নির্বাচনের সময়, রাহুল গান্ধী বিদেশে যান। সংসদ অধিবেশন চলাকালীন তিনি গোপনে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মতো জায়গায় যান। এবার বিহার নির্বাচনের সময়, তিনি কলম্বিয়া গিয়েছিলেন। যখন তিনি বিদেশে যান, তখন তিনি কিছু ধারণা নিয়ে আসেন এবং তাঁর দলকে দেন, যারা ভিত্তিহীন বিবৃতি তৈরি করে, যা সবার সময় নষ্ট করে।” একই সঙ্গে রাহুলকে দায়িত্বশীলভাবে বিরোধী দলনেতা হিসাবে কাজ করতে এবং অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে সময় নষ্ট না করারও পরামর্শও দিয়েছেন রিজিজু।
  • Link to this news (প্রতিদিন)