• বিয়ের আট মাস পর উত্তরপ্রদেশে উদ্ধার বধূর ঝুলন্ত দেহ, পণের দাবিতে খুন?
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আট মাসের মধ্যেই মৃত্যু হল এক নববধূর। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দায়। পরিবারের দাবি, পণের কারণেই শ্বশুরবাড়ির লোকজনেরা তাঁকে খুন করেছেন।

    মৃতার বাবার দাবি, আট মাস আগে তরুণীর বিয়ে হয়েছিল। অনেক কষ্ট করে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলত। তরুণীকে দিনের পর দিন মানসিক এবং শারীরিক অত্যাচার করা হত বলে অভিযোগ। শুধু তাই নয়, শ্বশুরবাড়ির লোকজনেরাও তরুণীকে হেনস্তা করতেন বলে অভিযোগ উঠেছে। তবে সম্প্রতি পরিস্থিতি চরমে ওঠে। অভিযোগ, খবর পেয়ে তরুণীর শ্বশুরবাড়িতে পৌঁছন তাঁর বাবা। ঘরে প্রবেশ করতেই চমকে যান তিনি। তাঁর কথায়, “ঘরে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পাই। কিন্তু তাঁর পা মাটিতে ছিল। পরিবারের লোকজনের তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন। যাতে মনে হয় মেয়ে আত্মঘাতী হয়েছে।”

    খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই গোটা বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)