• চুরিতে বাধা! মালকিনকে ‘খুন’ ভাড়াটিয়া যুগলের, গ্রেপ্তার স্বামী-স্ত্রী
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার লোভে বাড়ির মালকিনকে খুন! চুরি করেছিলেন মঙ্গলসূত্রও! পুলিশকে বিভ্রান্ত করেও হল না শেষরক্ষা। গ্রেপ্তার ভাড়াটে যুগল।

    ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃতার নাম শ্রীলক্ষ্মী। তাঁর বাড়িতে ভাড়া থাকতেন আদতে মহারাষ্ট্রের বাসিন্দা প্রসাদ শ্রীশৈল (২৬) ও তাঁর স্ত্রী সাক্ষী হানামন্ত। ঘটনার দিন বাড়িতে ছিলেন না শ্রীলক্ষ্মীর স্বামী অশ্বথ নারায়ণ। তিনি বাড়িতে ফিরে দেখেন মৃত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। থানায় খুনের অভিযোগ জানান তিনি। তদন্তে নামে পুলিশ।

    তদন্তে উঠে আসে বাড়িতে কেউ না থাকার সুযোগে মহিলার ঘরে গিয়েছিলেন দুই অভিযুক্ত যুগল। পুলিশের মতে, ওই দম্পতি টিভি দেখার অজুহাতে চুরির উদ্দেশ্য নিয়ে ঘরে ঢোকেন। কিছু না পেয়ে শ্রীলক্ষ্মীকে মারধর ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। আরও অভিযোগ তাঁরা শ্রীলক্ষ্মীর মঙ্গলসূত্রও চুরি করেছে। জানা গিয়েছে, অভিযুক্ত যুগল মহিলার স্বামীর থেকে টাকা ধার নিয়েছিলেন। এছাড়াও তাঁদের আরও লোন চলত। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন দুপুরে অভিযুরক্তরা মৃতার বাড়িতে গিয়েছিলেন তা জানা যায় স্থানীয়দের থেকে। তদন্তকারীদের দাবি, তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই অভিযুক্তরা খুনের কথা স্বীকার করেছেন। তদন্ত চলছে।
  • Link to this news (প্রতিদিন)