চাঁচলের শ্রীরামপুর এলাকার ২৪১ নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি তৃণমূলের পঞ্চায়েত প্রধান ঝর্না দাস বর্মণের বাড়িতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন। এমনই অভিযোগ তুলে একটি ভিডিও সামনে এনেছে বিজেপি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও বিজেপির তোলা অভিযোগে আমল দিতে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। বিএলওর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। তিনি সেখানে বসে ফর্মগুলি গোছাচ্ছিলেন মাত্র।
বঙ্গে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। কমিশন জানিয়েছে প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়েই এই ফর্ম বিলি করবেন বিএলওরা। কয়দিন পর সংগ্রহ করবেন তাঁরাই। তিনবার করে ভোটারদের বাড়িতে যাবেন। সেই মোতাবেক কাজ শুরু হয়েছে। এই আবহে অনেক জায়গা থেকে অভিযোগ উঠছে বাড়ি বাড়ি না গিয়ে ফর্ম বিলি করছেন বিএলওরা। বুধবার অভিযোগ ওঠে বাস স্যান্ডে বসে এনুমারেশন ফর্ম বিলি করছে বিএলও। তারপর তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম বিলির অভিযোগ উঠল বিএলওর বিরুদ্ধে।