পূর্বস্থলীর পর রাজগঞ্জ! বিডিও অফিসের পিছনের জঙ্গলে পড়ে বহু ভোটার কার্ড
প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
শান্তনু কর, জলপাইগুড়ি: পূর্বস্থলীর পর রাজগঞ্জ! উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের দল থাকাকালীনই রাজগঞ্জ বিডিও অফিসের পিছনে মিলল বহু ভোটার কার্ড। কে বা কারা বিডিও অফিসের পিছনে এই কার্ডগুলি ফেলে দিয়ে গেল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এসআইআর আবহে ঘনিয়েছে রহস্য। তবে প্রাথমিক অনুমান, কাগজপত্র পরিষ্কার করার সময় এই কার্ডগুলি পড়ে গিয়ে থাকতে পারে। এগুলি পুরনো ভোটার কার্ড।
জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও অফিসের পিছনে জঙ্গলে ভোটারগুলি মিলেছে। ওই এলাকা দিয়ে যাতায়াতকারীরা প্রথমে ওই কার্ডগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে অফিস চত্বরে। বিডিও অফিসের সাফাই কর্মীরা জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে কিছু জানেন না। রাজগঞ্জ বিডিও অফিসের বড়বাবু সঞ্জীব রায় বলেন, “আমি বিষয়টি দেখিনি বলতে পারব না।” প্রশ্ন উঠছে এত সংখ্যক ভোটার কার্ড কোথা থেকে এল? সেগুলি ফেলে দেওয়া হল কেন?
রাজগঞ্জ ব্লকের সহকারী বিডিও সৌরভ কান্তি মণ্ডল জানিয়েছেন, অফিসের স্টোর রুমে সাপ ঢোকায় কাগজপত্র সরানোর সময় এগুলো পড়ে গিয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আরও জানা গিয়েছে, ভোটার কার্ডগুলি পাঁচ, ছয় বছর আগের। এগুলো বদলে নতুন কার্ড ভোটারদের দিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বিতর্কে জড়িয়েছেন রাজগঞ্জ বিডিও অফিসের বিডিও প্রশান্ত মণ্ডল। তাঁর বিরুদ্ধে নিউটাউনে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠছে। বিশেষ তদন্তকারীদল তাঁকে জিজ্ঞাসাবাদ করতে উত্তরবঙ্গে রওনা দিয়েছে। এই আবহে তাঁর অফিসের জঙ্গল থেকে উদ্ধার বহু ভোটারকার্ড।
উল্লেখ্য, গতকাল বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বান্ডিল বান্ডিল আধার কার্ড উদ্ধার হয়। এলাকারই একটি জলাশয় থেকে বহু কার্ড উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলী দু’নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকার একটি বিলের পানা পরিষ্কার করারর সময় বিলের মধ্যে একটি বস্তা পাওয়া যায়। প্রথমে ওই বস্তাটিতে মৃতদেহ আছে বলে আতঙ্ক ছড়িয়েছিল। সেই বস্তা খুলতেই দেখা যায় বান্ডিল বান্ডিল আধার কার্ড রয়েছে। খবর দেওয়া হয় পূর্বস্থলী থানায়। বেলা ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওইসব কার্ড উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওইসব আধার কার্ডের বেশিরভাগই হামিদপুর, পিলা এলাকার মানুষজনদের।