• বাঁকুড়ায় রাতের অন্ধকারে অতর্কিতে তৃণমূল নেতাদের উপর ‘হামলা’, কাঠগড়ায় বিজেপি
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • দেবব্রত দাস, পাত্রসায়ের: যাত্রা দেখে ফেরার পথে আক্রান্ত পাত্রসায়ের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি মিলন কড়ি। তাঁকে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। শুধু তাই নয়, তৃণমূল নেতার সঙ্গে থাকা দুই সঙ্গীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত তিন তৃণমূলনেতাই। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাত্রসায়ের থানার কাকরডাঙ্গা মোড় এলাকায়। তৃণমূলের দাবি, এই ঘটনার সঙ্গে যুক্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

    জানা গিয়েছে, বুধবার রাতে যাত্রা দেখতে গিয়েছিলেন মিলন কড়ি-সহ দুই তৃণমূল কর্মী শুভদীপ চক্রবর্তী ও সুফল ঘোষ। পাত্রসায়ের থানার কাকরডাঙ্গা মোড় থেকে দুধে পুকুর সংলগ্ন বাঁকুড়া বর্ধমান রাস্তায় ওই যুব তৃণমূল নেতা-সহ ৩ জনের পথ আটকানো হয়। কিছু বুঝে ওঠার আগেই চলে বেধড়ক মারধর। জানা যাচ্ছে, আঘাতে মিলন কড়ির হাতের আঙুল কাটা পড়তে পারে। অন্যদিকে শুভদীপ চক্রবর্তীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। আহতদের তিনজনকেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপির পাত্রসায়ের মণ্ডল কমিটির অন্যতম নেতা স্বরূপ ঘোষের নেতৃত্বেই বুধবার রাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

    বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তের অভিযোগ, “মিলন কড়ি বুধবার রাতে নিমাই নগরে যাত্রা দেখে বাড়ি ফিরছিল। কাকরডাঙ্গা ও দুধে পুকুর সংলগ্ন এলাকায় তাদেরকে রাস্তায় আটকে বিজেপি নেতা স্বরূপ ঘোষের নেতৃত্বে দুষ্কৃতীরা হামলা চালায়।” শান্ত এলাকাকে অশান্ত করতেই বিজেপি পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। অন্যদিকে ঘটনার পরেই স্থানীয় বিজেপি নেতা স্বরূপ ঘোষ-সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

    অন্যদিকে ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেই জানিয়েছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলেন, “পাত্রসায়ের এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে তৃণমূল। বিজেপির পতাকা টাঙানো থাকলে সেই পতাকা রাতের অন্ধকারে খুলে ফেলছে তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনায় বিজেপি নেতাকর্মীদেরকে ফাঁসানোর জন্য তৃণমূল মিথ্যা অভিযোগ করছে।”
  • Link to this news (প্রতিদিন)