• হাই কোর্টে স্বস্তি অনিকেতের! বদলি নয়, পোস্টিং আর জি করেই, নির্দেশ ডিভিশন বেঞ্চের
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • গোবিন্দ রায়: পোস্টিং মামলায় হাই কোর্টে স্বস্তি পেলেন আর জি কর আন্দোলনের মুখ চিকিৎসক অনিকেত মাহাতো। রায়গঞ্জ নয়, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেই পোস্টিং দিতে তাঁকে। হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

    রায়গঞ্জ হাসপাতালে পোস্টিংয়ের বিরোধিতা করে হাই কোর্টে মামলা করেন অনিকেত। সেই মামলার জল গড়ায় বিশ্বজিৎ বসু ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে।  আজ, বৃহস্পতিবার রায় দিয়ে আদালত জানায়, তাঁরা সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করছে না। অনিকেত থাকবেন আর জি কর মেডিক্যালেই।  

    উল্লেখ্য, গত ২৭ মে অনিকেত মাহাতোর বদলির নির্দেশ আসে। আর জি কর হাসপাতাল থেকে তাঁকে উত্তরবঙ্গের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি করা হয়। পছন্দের জায়গায় পোস্টিং না দেওয়া হলে কাউন্সেলিংয়ের অর্থ কী? সেই প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অনিকেত। মামলা উঠে বিচারপতি বিশ্বনাথ বসুর এজলাসে। আদালতে অনিকেত মাহাতো দাবি করেন, তাঁর র‍্যাঙ্ক ২৪। আর জি কর হাসপাতালে অ্যানাস্থেশিয়া বিভাগে ৪টি শূন্যপদ আছে। একটি শূন্যপইদে মেধাতালিকায় অনিকেতের আগে থাকা একজনকে নিয়োগ করা হয়েছে। দু’টি শূন্যপদে ২৬ এবং ৩৪ র‍্যাঙ্ক করা দুই চিকিৎসক নিযুক্ত রয়েছেন। কিন্তু অনিকেত ওই হাসপাতালে নিয়োগ পাননি। তারপর বিচারপতি বিশ্বজিৎ বসু তাঁকে ওই হাসাপাতালে রাখার নির্দেশ দেন। সেই রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
  • Link to this news (প্রতিদিন)