• বিনামূল্যে শিশুদের দূরারোগ্য ব্যাধির চিকিৎসা, ‘শিশুসাথী’ প্রকল্পে নতুন বরাদ্দ ঘোষণা মমতার
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • মলয় কুণ্ডু: নানা ধরনের অসুখ নিয়ে প্রতিদিন পৃথিবীর আলো দেখে বহু শিশু। কারও হৃদযন্ত্রের গুরুতর সমস্যা, কারও আবার অন্য কিছু। গোড়া থেকেই সেসব অসুখের চিকিৎসা না করলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। তাই অভিভাবকরা যত কষ্টই হোক না কেন, অর্থ সংগ্রহ করে সদ্যোজাতর জন্মগত রোগের চিকিৎসা করান। তবে বাংলায় ছবিটা অন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামাজিক প্রকল্প ‘শিশুসাথী’র আওতায় শিশুদের বিনামূল্যে চিকিৎসা হয়ে থাকে। এবার সেই তালিকায় জুড়ল শিশুদের দূরারোগ্য কিছু হৃদযন্ত্রের রোগ। এখন থেকে ‘শিশুসাথী’ প্রকল্পের আওতায় এসব রোগের চিকিৎসা হবে সরকারি খরচে। সেই বাবদ ৩০০ কোটি টাকা নতুন করে বরাদ্দ করা হয়েছে।

    ক্লেফট লিপ, প্ল্যালেট, ক্লাবফুটের মতো দূরারোগ্য ব্যাধির শিকার হয় সদ্যোজাতদের একটা অংশ। এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল। সরকারি হিসেব অনুযায়ী, অন্তত ৬৩ হাজারের বেশি শিশু এসব রোগে ভুগছে। এবার থেকে এসব রোগের চিকিৎসা হবে সরকারি খরচে অর্থাৎ অভিভাবকদের কোনও চিন্তার কারণ নেই। বিভিন্ন সরকারি হাসপাতালে একেবারে নিখরচায় শিশুদের জটিল হৃদরোগের চিকিৎসা হবে। শিশুসাথী প্রকল্পে এই খরচের জন্য বাড়তি অর্থও বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় পোস্ট করে এই সুসংবাদ জানিয়েছেন।

    ২০১৩ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে চালু হয়েছে সামাজিক প্রকল্প ‘শিশুসাথী’। এর আওতায় সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে শিশুদের নানা রোগের চিকিৎসা হয়ে থাকে। তবে দূরারোগ্য বেশ কিছু চিকিৎসা এর বাইরেই ছিল এতদিন। এবার ‘শিশুসাথী’ প্রকল্পের আওতায় ক্লেফট লিপ, প্ল্যালেট, ক্লাবফুটের মতো কঠিন ও জটিল রোগের চিকিৎসাও নিখরচায় করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)