• রাজ্যে কত মৃত ভোটার? উত্তর খুঁজতে মমতার ‘সমব্যথী প্রকল্পে’ই আস্থা কমিশনের
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • সুদীপ রায়চৌধুরী: এসআইআর চলছে রাজ্যে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও’রা। এসআইআরের অঙ্গ হিসেবেই বাংলা মৃত ভোটারের সংখ্যা জানতে নির্বাচন কমিশনের ভরসা রাজ্যের ‘সমব্যথী প্রকল্প’। কমিশনের তরফে ওই প্রকল্পের ভিত্তিতে ১০ দিনের মধ্যে জেলাশাসকদের মৃতদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। 

    বাংলার ক্ষমতায় আসার পর রাজ্যবাসীর সুবিধায় একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলির মধ্য়েই একটি ‘সমব্যথী’। মূলত পিছিয়ে পড়া পরিবারের কথা ভেবেই এই প্রকল্প। ২০১৬ সালে চালু হওয়া এই প্রকল্পে মৃতদের পরিবারের সদস্য আবেদন করলে ২০০০ টাকা আর্থিক সাহায্য পান। কবে সেক্ষেত্রে মৃতকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হয়। এবং শ্রাদ্ধের কাজ এরাজ্যেই করতে হয়। বহু রাজ্যবাসী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। ফলে মৃতদের নাম ওই প্রকল্পে নথিভুক্ত রয়েছে। তাই ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের শনাক্ত করতে রাজ্যের এই প্রকল্পেই ভরসা কমিশনের। 

    জানা গিয়েছে, এদিন এসআইআর সংক্রান্ত বৈঠকে আলোচনা হয় যাতে কোনওভাবেই তালিকায় কোনও মৃতের নাম না থেকে যায়। শোনা যাচ্ছে, সেখানেই নাকি কোচবিহারের জেলাশাসক সমব্যথী প্রকল্পের কথা জানান। ওই প্রকল্প অনুযায়ী মৃতদের তালিকা তৈরির প্রস্তাব দেন। তাতে সহমত হয়েছে কমিশন। তালিকা তৈরির জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে দশ দিন। তবে শুধুমাত্র সমব্যথী নয়, মৃতদের চিহ্নিত করতে আরও একাধিক কৌশল রয়েছে কমিশনের। 
  • Link to this news (প্রতিদিন)