• দমদম বিমানবন্দরে বানর ধরতে হুলস্থুল কাণ্ড! ৬০ ঘণ্টা ধরে খোঁজে কর্তৃপক্ষ
    প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
  • বিধান নস্কর, বিধাননগর: হুলস্থূল কাণ্ড কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। নিখোঁজ এক বিমানযাত্রীর বিরল প্রজাতির বানর। যাকে নিয়ে ঘুম উড়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের। দিন-রাত এক করে চলছে তল্লাশি। তবে এখনও কোনও খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে। তল্লাশি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    বিষয়টি ঠিক কী? বিমানবন্দরে এল কী করে সেই বানর? জানা গিয়েছে, থাই এয়ারওয়েজের বিমানে গত ৩ নম্ভেবর ভোরে কলকাতা বিমানবন্দরে নামেন এক ব্যক্তি। তাঁর সঙ্গেই ছিল দু’টি বিরল প্রজাতির বানর। তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে দেখে সন্দেহ হয় শুল্কদপ্তরের আধিকারিকদের। আটকানো হয় তাঁকে। চলছিল তল্লাশি। সেই সময় ওই ব্যক্তির কাছেই ছিল দু’টি বানর। কিন্তু তল্লাশির সময় একটি বানর পালিয়ে যায়। তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি।

    জানা গিয়েছে, বানরটি বিরল প্রজাতির। সে আকারে অনেকটাই ছোট। পালিয়ে যাওয়ার পর হূলস্থূল পড়ে যায় আধিকারিকদের মধ্যে। তাকে খুঁজতে খতিয়ে দেখা হচ্ছে বিমানবন্দর জুড়ে থাকা ৮০০টি সিসিটিভি ক্যামেরা। ৬০ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও খোঁজ মেলেনি। আধিকারিকদের অনুমান, বিমানবন্দের মধ্যে কোনও ঝোপের মধ্যে লুকিয়ে রয়েছে বানরটি। তাঁদের আশা খুব তাড়াতাড়ি বানরটিকে উদ্ধার করা সম্ভব হবে।
  • Link to this news (প্রতিদিন)