পার্থের সঙ্গে ‘যোগ’ ছিল ‘মিডলম্যান’ প্রসন্নের! নিয়োগ দুর্নীতিতে সাক্ষীর বয়ানে বড় খোলসা
প্রতিদিন | ০৬ নভেম্বর ২০২৫
অর্ণব আইচ: এসএসসি মামলায় চাঞ্চল্যকর মোড়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘যোগাযোগ’ ছিল ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের! স্কুল সার্ভিস কমিশনের সিবিআইয়ের মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অভিযুক্তদের বিচারপর্ব চলছে। আর তা চলাকালীন এক সাক্ষীর বয়ানে এমনই ইঙ্গিত মিলেছে।
গত কয়েকদিন ধরেই সিবিআই সংক্রান্ত এসএসসি মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। বিভিন্ন সাক্ষীদের জেরা করা হচ্ছে। সেই মতো এদিন এক সাক্ষীকে জেরা করা হয়। যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর সমাজমাধ্যম সামলাতেন। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের অফিসের ব্যক্তিগত কাজও সামলাতেন বলে জানা যায়। এর ফলে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন কাজ করে দিতেন। এদিন শুনানিতে ওই সাক্ষী জানান, ওই সূত্রেই একটি তালিকা টাইপ করে দিয়েছিলেন। তবে তা কীসের তা জানতেন না বলে এদিন আদালতে জানান ওই সাক্ষী। এমনকী সেগুলি প্রার্থীদের কিনা তাও জানেন না বলে জানান।
তবে নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধৃত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়কে চেনেন বলে জানান ওই সাক্ষী। সাক্ষ্যগ্রহণ পর্ব চলাকালীন এদিন এই বিষয়ে জানতে চাইলে ওই সাক্ষী জানান, সিবিআই অফিসে জেরার সময় প্রসন্ন রায়ের ছবি দেখানো হয়েছিল। তা দেখেই চিনতে পেরেছিলেন বলে এদিন দাবি করেন ওই সাক্ষী। অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রসন্ন রায়ের যে যোগাযোগ ছিল তা এদিনে ওই সাক্ষীর বয়ানে উঠে এসেছে বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, এদিন সাক্ষ্যগ্রহণ পর্ব চলাকালীন বেসরকারি একটি হাসপাতাল থেকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ছিলেন আরও বেশ কয়েকজন অভিযুক্তও। তাঁদের সামনেই ওই সাক্ষীর এহেন বয়ান নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর উপর চাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। যদিও বিরোধী পক্ষের আইনজীবীর দাবি, সিবিআইয়ের কথাতেই মিথ্যা সাক্ষী দিয়েছেন ওই ব্যক্তি।