• শেষ বিহারের প্রথম দফার ভোটগ্রহণ, গত বারের তুলনায় ভোটদান বাড়ল প্রায় ৩ শতাংশ
    এই সময় | ০৬ নভেম্বর ২০২৫
  • সরকারি ভাবে শেষ হলো বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত প্রথম দফায় বিহারে ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ। ২০২০ সালের নির্বাচনে ভোট পড়েছিল ৫৭.২৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় বেশ কিছুটা বেশি ভোট পড়েছে। তবে ভোটদানের হার আরও কিছুটা বাড়তে পারে। কারণ, বিকেল ৫টার পরেও বিহারের বহু বুথের বাইরে ভোটদাতাদের লাইন রয়েছে।

    নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, সবথেকে বেশি ভোট পড়েছে বেগুসরাইয়ে, ৬৭.৩২ শতাংশ। এ ছাড়া বাক্সোরে ৫৫.১০ শতাংশ, দ্বারভাঙায় ৫৮.৩৮ শতাংশ, গোপালগঞ্জে ৬৪.৯৬ শতাংশ, পাটনা ৫৫.০২ শতাংশ, শেখপুরায় ৫২.৩৬ শতাংশ, এবং বৈশালীতে ভোট পড়েছে ৫৯.৪৫ শতাংশ।

    এ দিন মোটের উপরে শান্তিপূর্ণই ছিল ভোটগ্রহণ পর্ব। একটা-দুটো জায়গা ছাড়া হিংসা দেখা যায়নি বললেই চলে।লখীসরাই জেলায় নিজ কেন্দ্রেই আক্রান্ত হয়েছেন উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা। তাঁর কনভয়ে ছোড়া হয় পাথর। কনভয় ঘিরে ধরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। BJP-র অভিযোগ RJD আশ্রীত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।

    নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছেন বিজয়। রাজ্য নির্বাচন বিভাগের অতিরিক্ত সচিব মাধব কুমার বলেছেন, ‘লখীসরাইয়ের ঘটনার খবর পেয়েছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কর্তারা, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরিস্থিতি এখন শান্তিপূর্ণ এবং তদন্তের পরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

    এ ছাড়া ছাপরা জেলায় আক্রান্ত হন সিপিএম বিধায়ক তথা প্রার্থী সত্যেন্দ্র যাদব। দাউদপুরের কাছে এক জায়গায় তাঁর কনভয় ঘিরে ধরেও হামলা চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পাথর ছুড়ে ভেঙে দেওয়া হয় তাঁর গাড়ির কাচ।

  • Link to this news (এই সময়)