• বঙ্গবিভূষণ পেলেন শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়, কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং
    আজকাল | ০৬ নভেম্বর ২০২৫
  • শুরু হয়ে গেল ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অনুষ্ঠান মঞ্চে অভিনেতা তথা আসানসোলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করল রাজ্য সরকার। তাঁর হাতে এই সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে এই সম্মান পেয়ে আপ্লুত শত্রুঘ্ন। আবেগতাড়িত কণ্ঠে বলে উঠলেন, “আমি জানতাম না। আমি অবাক হয়ে গিয়েছে এই পুরস্কার পেয়ে। বঙ্গবিভূষণ পেয়ে আমি আপ্লুত।” একা শত্রুঘ্ন নন, বঙ্গবিভূষণ সম্মান পেলেন গায়িকা আরতি মুখোপাধ্যায়-ও। বর্ষীয়ান শিল্পীর হাতে এ সম্মান তুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। পাশে ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন-ও।

    ৬ নভেম্বর, বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে বিকেল ৪টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেছেন অভিনেতা, তথা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। অনুষ্ঠানে প্রদীপ জ্বালালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক, তথা সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন 'শোলে' ছবি খ্যাত পরিচালক, তথা এবারের সত্যজিৎ রায় স্মারক বক্তৃতার বক্তা রমেশ সিপ্পি, পরিচালক আদুর গোপালকৃষ্ণন, পরিচালক সুজয় ঘোষ এবং কিংবদন্তী সঙ্গীতশিল্পী আরতি মুখোপাধ্যায় প্রমুখ।

    সেজে উঠছে নন্দন-রবীন্দ্র সদন চত্বরও। ১৮২৭ টি ছবির মধ্যে ৩৯ টি দেশের ২১৫ টি ছবি বেছে নেওয়া হয়েছে এবারের উৎসবে দেখানোর জন্য। এর মধ্যে প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে ৪৩ টি ফিচার ছবি এবং ২৯ টি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র। ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে 'সপ্তপদী'। ১৯৬১ সালে মুক্তি পাওয়া, অজয় কর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, সুচিত্রা সেন, ছবি বিশ্বাস, ছায়া দেবী প্রমুখ। উদ্বোধনের পর ধনধান্য স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে ছবিটি।

    এবারের ফোকাস কান্ট্রি পোল্যান্ড। উৎসবে দেখানো হবে সেদেশের ১৯ টি চলচ্চিত্র। থাকবে পোল্যান্ডের ছবির প্রদর্শনী। উপস্থিত থাকবেন সেদেশের চলচ্চিত্র পরিচালকেরা।

    এবারে ৩১ তম চলচ্চিত্র উৎসবে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে ঋত্বিক ঘটক, রিচার্ড বার্টন, সাম পিচকিনপা, সন্তোষ দত্ত, সলিল চৌধুরী ও রাজ খোসলাকে। বিশ্ববন্দিত পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে দেখানো হবে 'অযান্ত্রিক', 'বাড়ি থেকে পালিয়ে'-সহ সাতটি ছবি। নন্দনে অনুষ্ঠিত হবে তাঁকে নিয়ে বিশেষ প্রদর্শনী, 'দ্য সাবঅল্টার্ন ভয়েস'। শিশির মঞ্চে তাঁকে নিয়ে সেমিনারে বলবেন পরিচালক আদুর গোপালকৃষ্ণন। গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রদর্শনীতে শতবর্ষে শ্রদ্ধা জানানো হবে প্রদীপ কুমার, গুরু দত্ত, সন্তোষ দত্ত, স্যামুয়েল ওল্টম্যান, রিচার্ড বার্টন, সাম পিচকিনপা এবং ওজিসিচ হ্যাসকে। এছাড়াও প্রদর্শনীতে ফোকাস দেশ পোল্যান্ডের ছবির পোস্টার এবং এন্ড্রোজাজ পোজস্কির আঁকা ছবির প্রদর্শনী হবে গগনেন্দ্র প্রদর্শনশালার দ্বিতীয় তলে। এবারের সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর। এই অনুষ্ঠানে শিশির মঞ্চে বক্তব্য রাখবেন 'শোলে' ছবি খ্যাত পরিচালক রমেশ সিপ্পি।

    এছাড়াও প্রতিদিনই চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে থাকছে সেমিনার। এবারে মোট ২০ টি প্রেক্ষাগৃহে উৎসবের ছবি দেখা যাবে।
  • Link to this news (আজকাল)