• JNU ছাত্র সংসদ নির্বাচনে ‘লাল ঝড়’, ৪ আসনে জয়ী বাম, দ্বিতীয় ABVP
    এই সময় | ০৬ নভেম্বর ২০২৫
  • দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফের লাল ঝড়। বিপুল ভোটে জয়ী হলেন বাম ছাত্র সংগঠনের প্রার্থীরা। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি- চারটি পোর্টফোলিও আসনেই জিতেছেন বাম প্রার্থীরা।

    প্রেসিডেন্ট পদে জিতেছেন অদিতি মিশ্র, ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী কে গোপিকা, জেনারেল সেক্রেটারি পদে জয়ী সুনীল যাদব এবং জয়েন্ট সেক্রেটারি পদে জিতেছেন দানিশ আলি। দীর্ঘদিন ধরেই জেএনইউ বাম ছাত্র সংগঠনের ঘাঁটি, সেই ধারা বজায় রেখেই জেএনইউ-তে বামেদের জয়জয়কার।

    কে জিতল, কে হারল?

    প্রেসিডেন্ট:
    বামেদের অদিতি মিশ্র ১৯৩৭ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এবিভিপির বিকাশ প্যাটেল অনেকটা পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন।

    ভাইস প্রেসিডেন্ট:
    সবচেয়ে বেশি মার্জিনে জিতেছেন কে গোপিকা। তাঁর ঝুলিতে এসেছে ৩১০১ টি ভোট। সেই আসনে দ্বিতীয় স্থানে রয়েছেন এবিভিপির তানিয়া কুমারী

    জেনারেল সেক্রেটারি:
    সবচেয়ে কড়া টক্কর হয়েছে এই আসনে। বাম সংগঠনের প্রার্থী সুনীল যাদব ২০০২ টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এবিভিপির রাজেশ্বর কান্ত দুবে রয়েছেন দ্বিতীয় স্থানে।

    জয়েন্ট সেক্রেটারি:
    এই আসনে জয়ী বামদের প্রার্থী দানিশ আলি। তিনি পেয়েছে ২০৮৩ টি ভোট। দ্বিতীয় স্থানে রয়েছেন এবিভিপির অনুজ দামারা

    এর মধ্যে স্কুল অফ সোশ্যাল সায়েন্সের কাউন্সিলার আসনে জিতেছেন বাপসার প্রার্থী কোমল দেবী। দীর্ঘদিন পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আসন জিতল বাপসা।
  • Link to this news (এই সময়)