• জয়নগরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
    এই সময় | ০৭ নভেম্বর ২০২৫
  • কুপিয়ে খুন করা হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে বলে অভিযোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় এই খুনের ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার মহিষমারি এলাকায়। মৃতের নাম জয়ন্ত মণ্ডল (৪০)। তিনি জয়নগর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

    স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি, বিরোধীরা পরিকল্পনা করে এই খুন করেছে। মৃতের আত্মীয় তথা যুব তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মণ্ডলের অভিযোগ, এই খুনের সঙ্গে বিজেপির লোকজন জড়িত আছে।

    তবে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলা সভাপতি উৎপল নস্করের দাবি, নিজেদের মধ্যে লড়াইয়ের কারণেই জয়ন্ত মণ্ডল খুন হয়েছে। নিজেদের মধ্যে বিবাদের জেরে এই খুনের পর তৃণমূল কংগ্রেস এখন তার দায় বিজেপির ঘাড়ে চাপাতে চাইছে বলেও দাবি করেন তিনি।

    এলাকায় গিয়ে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, মহিষমারি এলাকার ইটের ভাটায় ব্যবসার কাজে গিয়েছিলেন জয়ন্ত। কাজ সেরে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তায় একদল দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। জয়ন্ত করে কুপিয়ে খুন করে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    প্রাথমিকভাবে একে পরিকল্পিত খুন বলেই মনে করছে পুলিশ। এই খুনের সঙ্গে রাজনৈতিক যোগ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    এই খুনের পরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। সেখানে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি যারা এই খুন করেছে তাদের খোঁজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)