• বিশ্বজয়ের পরেই সুখবর, পুলিশে চাকরি পাচ্ছেন রিচা ঘোষ
    আজকাল | ০৭ নভেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ জয়ের পরেই আরও একটা সুখবর। পুলিশে চাকরি পাচ্ছেন রিচা ঘোষ। বৃহস্পতিবার এই খবর সামনে আসতেই খুশির হাওয়া রিচার পরিবারে।

    তাঁর বাবা মানবেন্দ্র ঘোষ শিলিগুড়ি থেকে ফোনে জানালেন, ‘একটা প্রস্তাব এসেছে। রিচা শুক্রবার ফিরছে। ও ফিরলে তারপর আলোচনা করব’।

    শুক্রবার বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষ ফিরছেন তাঁর শহর শিলিগুড়িতে। এই উপলক্ষে শহরজুড়ে চলছে প্রস্তুতি।

    বৃহস্পতিবার দীনবন্ধু মঞ্চে শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে আয়োজিত এক বৈঠকে তাঁর সংবর্ধনা ঘিরে বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের আধিকারিক ও সদস্যবৃন্দ, শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

    সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, ‘শুক্রবার শহরের গর্ব রিচা ঘোষকে বরণ করতে শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। সকাল ন’টায় বাগডোগরা বিমানবন্দরে গিয়ে আমি নিজে তাঁকে স্বাগত জানাব।’

    বিমানবন্দর থেকে হুড খোলা গাড়িতে শহরে আনা হবে রিচাকে, সঙ্গে ভারতীয় তারকার নিরপত্তায় থাকবে পর্যাপ্ত পরিমাণে পুলিশ।

    শহরজুড়ে সেলিব্রেশনের মেজাজে মিছিলের আয়োজন করা হয়েছে, ইতিমধ্যেই ব্যানার ও ফেস্টুনে সাজানো হচ্ছে রাস্তা। বিমানবন্দর থেকে রিচা পৌঁছবেন শিলিগুড়ির সুভাষপল্লীতে তাঁর বাড়িতে।

    সেখানেও থাকবে আবেগঘন সংবর্ধনা। এর পাশাপাশি, শিলিগুড়ি পুরনিগমের তরফে শুক্রবার বিকেল চারটে নাগাদ বাঘাযতীন পার্কে আয়োজিত হবে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান।

    সেখানে রিচাকে সম্মান জানাবে গোটা শহর। মেয়র জানিয়েছেন, ‘শিলিগুড়ির প্রতিটি মানুষ শুক্রবার তাঁর সঙ্গে এই গর্বের মুহূর্ত ভাগ করে নিতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের আয়োজন।’

    জানা গিয়েছে, রিচাকে যেমন শিলিগুড়ি পুরসভা সংবর্ধনা দেবে তেমনই সংবর্ধনা দেওয়া হবে তাঁর ছোটবেলার ক্লাবের তরফেও। পাশাপাশি, বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবির তরফেও রিচাকে সংবর্ধনা দেওয়ার কথা জানানো হয়েছে।

    সোনার ব্যাট-বলে বরণ করে নেওয়া হবে সোনার মেয়েকে। ৭ নভেম্বর ইডেনে রিচার মেগা সংবর্ধনা অনুষ্ঠান। বঙ্গ তনয়ার হাতে সোনার ব্যাট এবং বল তুলে দেওয়া হবে।

    সৌরভ গাঙ্গুলি এবং ঝুলন গোস্বামী মিলে সংবর্ধিত করবেন রিচাকে। স্মারকে লেখা থাকবে, রিচার সাফল্যে গর্বিত সিএবি। সেখানে সৌরভের সইও থাকবে।

    এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, মনোজ তিওয়ারি অবসর নেওয়ায় পর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে রুপোর তৈরি সোনার পাত বসানো স্মারক উপহার দেওয়া হয়েছিল।

    ঠিক তেমনই একটি স্মারক তুলে দেওয়া হবে রিচার হাতে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও, তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কিনা এখনও জানা যায়নি। 

    সিএবি ছাড়াও বিশ্বকাপজয়ী দুই মহিলা ক্রিকেটার রিচা ঘোষ এবং দীপ্তি শর্মাকে সংবর্ধিত করবে ইস্টবেঙ্গল ক্লাব। তবে কবে এই সংবর্ধনা অনুষ্ঠান হবে সেটা নির্ধারিত হয়নি।

    দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত দিনক্ষণ জানানো হবে। একসময় বাংলার হয়ে খেলেছেন দীপ্তি। এই রাজ্যের হয়ে খেলেই প্রচারের আলোয় আসেন।

    চাকরি পাওয়ার পর বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তাঁর।

    অর্ধশতরানের পাশাপাশি পাঁচ উইকেট নেন। মঙ্গলবার রাতে দুই বিশ্বকাপজয়ীকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার কথা জানায় ইস্টবেঙ্গল ক্লাব।
  • Link to this news (আজকাল)