নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: চেয়ারম্যান বদল জলপাইগুড়ি পুরসভায়। পাশাপাশি চেয়ারম্যান বদল করা হল ময়নাগুড়ি পুরসভাতেও। মাল পুরসভায় ফাঁকা থাকা পদে নাম ঘোষণা করা হল ভাইস চেয়ারম্যানের। পাপিয়া পালকে সরিয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান করা হল সৈকত চট্টোপাধ্যায়কে। তিনি ওই পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। জলপাইগুড়ি পুরসভায় ভাইস চেয়ারম্যান করা হয়েছে চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতকে। অন্যদিকে, প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারীকে সরিয়ে ময়নাগুড়ি পুরসভায় নয়া চেয়ারম্যান করা হল মনোজ রায়কে। তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। ময়নাগুড়ি পুরসভায় নয়া ভাইস চেয়ারম্যান হলেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোমেশ (ঝুলন) সান্যাল। স্বপন সাহাকে সরিয়ে গত ফেব্রুয়ারি মাসে মাল পুরসভায় চেয়ারম্যান করা হয় উৎপল ভাদুড়িকে। তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। তাঁকে চেয়ারম্যান করায় ভাইস চেয়ারম্যান পদটি এতদিন ফাঁকা ছিল। এদিন সেখানে ভাইস চেয়ারম্যান করা হল ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিলন ছেত্রীকে।