ভুটানের নদীর জলে ডুয়ার্সের জঙ্গলে বাড়তে পারে সমস্যা
দৈনিক স্টেটসম্যান | ০৭ নভেম্বর ২০২৫
ভুটানের পাহাড় থেকে নেমে আসা তোর্সা, জলঢাকা নদীর জলে ডুয়ার্সের জঙ্গলে ক্ষয়ক্ষতি বাড়তে পারে। বুধবার জলপাইগুড়িতে পাবলিক অ্যাকাউন্ট কমিটির বৈঠকে বনদপ্তরের আধিকারিকরা এই আশঙ্কা প্রকাশ করেছেন। এই বৈঠকে আলিপুরদুয়ারের বিধায়ক তথা পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলালও উপস্থিত ছিলেন।
গত ৫ অক্টোবর ডুয়ার্সে তৈরি হয়েছিল ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই বন্যায় যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল জনজীবন তেমনই বন্যপ্রাণেরও যথেষ্ট ক্ষতি হয়েছিল। প্রচুর বন্যপ্রাণীর প্রাণহানি হয় এবং অনেক প্রাণী জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। প্রাণীদের চারণভূমি এবং বাসভূমি ক্ষতিগ্রস্ত হয়।
আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ১০টি গন্ডারকে লোকালয় থেকে বনভূমিতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আরও একটি গন্ডারকে বনে ফেরানো হচ্ছে। বন্যপ্রাণীদের চারণভূমি ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা লোকালয়ে চলে আসছে এবং এর ফলে গ্রামের মানুষদের জীবনযাত্রা ব্যহত হচ্ছে।
সুমন কাঞ্জিলাল জানিয়েছেন, এই সমস্যা গরুমারা জাতীয় উদ্যানে খানিকটা কম। এখানে ঘাসজমি ক্ষতিগ্রস্ত হলেও সম্প্রতি কিছু ঘাসজমি আবার পুনরুদ্ধার করা হচ্ছে। কোন জঙ্গলে কী সমস্যা এবং ভবিষ্যতে কীভাবে সেইসব সমস্যার সুরাহা করা সম্ভব সেই বিষয়ে আলোচনা করা হয় এই বৈঠকে। সুমন কাঞ্জিলাল জানান যে, এই বৈঠক-সংক্রান্ত রিপোর্ট তিনি স্পিকারের কাছে জমা দেবেন।