• লোকসভার নিরিখে পুর এলাকায় পিছিয়ে দল, ছাব্বিশের আগে বর্ধমানের ৪ পুরসভায় রদবদল
    প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
  • ধীমান রায়, কাটোয়া: তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশ। ছাব্বিশের ভোটের আগেই বর্ধমানের চার পুরসভায় ব্যাপক রদবদল হল। বৃহস্পতিবার এই সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানালেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া, কালনা, দাঁইহাট ও গুসকরা ? এই চার পুরসভার পুরপ্রধান ও উপ-পুরপ্রধান পদে বদল করা হয়েছে। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “রাজ্য নেতৃত্বের নির্দেশে এই বদল করা হয়েছে। খুব শীঘ্রই নতুন পুরপ্রধান ও উপপুরপ্রধানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।”

    জানা গিয়েছে, কাটোয়া পুরসভার পুরপ্রধান সমীরকুমার সাহাকে সরিয়ে নতুন পুরপ্রধান করা হয়েছে কমলাকান্ত চক্রবর্তীকে। উপপুরপ্রধান লক্ষীন্দর মণ্ডলের জায়গায় দায়িত্ব পাচ্ছেন ইউসুফা খাতুন। কালনা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্তের বদলে দায়িত্ব নিচ্ছেন রিনা বন্দ্যোপাধ্যায়। যদিও এই পুরসভায় উপ-পুরপ্রধান তপন পোড়েল নিজের পদে বহাল থাকছেন। গুসকরা পুরসভার উপপুরপ্রধান বেলি বেগমকে সরিয়ে সাধনা কোনারকে নতুন উপপুরপ্রধান করা হয়েছেষ। তবে পুরপ্রধান পদে থাকছেন কুশল মুখোপাধ্যায়। দাঁইহাট পুরসভার পুরপ্রধান প্রদীপ রায়ের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে সমর সাহাকে। উপপুরপ্রধান অজিত বন্দ্যোপাধ্যায় আগের মতোই পদে থাকছেন।

    স্থানীয় সূত্রে খবর, কাটোয়া, কালনা, গুসকরা ও দাঁইহাট পুর এলাকায় গত চব্বিশের লোকসভা নির্বাচনে প্রায় প্রতিটি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। ফলে ছাব্বিশের আগে এসব এলাকায় বাড়তি নজর দিয়েছে শাসক শিবির। যার ফলে এই রদবদল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আবার আরেকাংশের মত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির জেরে এমন রদবদল। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সংগঠনে ব্যাপক রদবদলের পথে হাঁটছে তৃণমূল। অভিষেক নিজে প্রত্যেক সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সেসব বৈঠকে তিনি বারবার সতর্ক করেছেন, পারফরম্যান্সের ভিত্তিতেই দলে পদাধিকার পাবেন নেতারা। দলে থেকেও যাঁরা নিষ্ক্রিয়, যেসব এলাকায় দলের খারাপ ফলাফল হয়েছে, তাঁদের বাদ পড়তে হবে। পূর্ব বর্ধমানের এই চার পুরসভায় পুরপ্রধান, উপ-পুরপ্রধান বদল তারই অংশ বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)