বালি পাচার কাণ্ডে প্রথম গ্রেপ্তার, ইডির জালে ব্যবসায়ী অরুণ শরাফ
প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
অর্ণব আইচ: বালি পাচার কাণ্ডে প্রথম গ্রেপ্তার। ইডির জালে ব্যবসায়ী অরুণ শরাফ। একাধিক জায়গায় তল্লাশির পর বালি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি।
জি ডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফ। সল্টলেক ও বেহালায় রয়েছে তাঁর অফিস। বালি পাচার কাণ্ডে দীর্ঘদিন ধরেই ইডির নজর ছিল অরুণ শরাফের উপর। জানা গিয়েছিল, অরুণ নিজে বালি খাদান লিজ নিতেন। লিজ নেওয়ার ক্ষেত্রে কোনওরকম ফাঁক-ফোঁকর রাখতেন না তিনি। অভিযোগ, তোলার সময় নিয়ম ভেঙে অতিরিক্ত বালি তুলত অরুণের সংস্থা। টাকা নাকি ঢুকত অরুণের একাধিক অ্যাকাউন্টে। এই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগও উঠেছিল। তারপরই তদন্ত শুরু করেছিল ইডি।
দীর্ঘদিন ধরে চলছিল তল্লাশি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার একাধিক ঠিকানায় হানা দেন ইডি আধিকারিকরা। সংস্থার কর্মী থেকে শুরু করে বালি যে ট্রাকে নিয়ে আসা হয়, তার চালকদের বাড়িতেও তল্লাশি চলে। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের একাধিক ঠিকানায় চলছিল তল্লাশি। বিকেলে জানা যায়, বালি থেকে অরুণ শরাফকে গ্রেপ্তার করেছে ইডি। রাতেই তাঁকে তোলা হয় আদালতে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করলে চক্রে জড়িত অন্যান্যদের হদিশ মিলবে বলে আশাবাদী তদন্তকারীর সংস্থার সদস্যরা।