জালিয়াতের কবলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অ্যাকাউন্ট থেকে উধাও ৬৫ লক্ষ!
প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জালিয়াতের কবলে তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁর দীর্ঘদিন ব্যবহার না হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে জালিয়াতি করেছে দুষ্কৃতীরা। ফলস্বরূপ উধাও হয়ে গিয়েছে ৬৫ লক্ষ টাকা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন তিনি। তদন্ত শুরু করেছে লালবাজার।
কীভাবে হল জালিয়াতি? কল্যাণের অভিযোগ, তাঁর এসবিআইয়ের হাইকোর্ট শাখার অ্যাকাউন্টটি দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় ডরম্যান্ট অ্যাকাউন্ট হয়ে গিয়েছিল। সেই অ্যাকাউন্ট থেকে কেওয়াইসি চুরি করেছে জালিয়াতরা। অর্থাৎ কেওয়াইসি জাল করে অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে ৬৫ লক্ষ টাকা তুলে নেয় তারা। এদিন সন্ধ্যাবেলায় ওই ব্রাঞ্চের ম্যানেজার ফোন করে কথা বলেন কল্যাণের সঙ্গে। জানতে চান, তাঁর অ্যাকাউন্ট থেকে এত বড় অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে। এসম্পর্কে তিনি অবহিত কিনা। এরপরই বিষয়টি সামনে আসে। দ্রুত লালবাজার সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেছেন কল্যাণের আইনজীবী। পুলিশ তদন্ত শুরু করেছেন বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, যত সময় যাচ্ছে ততই অনলাইন জালিয়াতির পরিমাণ বাড়ছে। পুলিশ প্রশাসন সতর্ক থাকলেও জালিয়াতির নানা উপায় বের করছে দুষ্কৃতীরা। ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে নানা ভাবেই জাল বিছানো হচ্ছে। বহু সময় সেই গ্রাহকের সম্পূর্ণ অজান্তেই উধাও হচ্ছে টাকা। এবার তেমনই জালিয়াতির শিকার হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।