‘কী পাগলামি! আমার ছবি ব্যবহার করে প্রতারণা’, মুখ খুললেন ব্রাজিলীয় মডেল
বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: ‘ইয়ে কৌন হ্যায়?’ বিশাল এলইডি স্ক্রিনে উজ্জ্বল লাল রঙে ফুটে উঠল এই তিনটি শব্দ। সঙ্গে ডেনিম নীল জ্যাকেট গায়ে এক বিদেশি তরুণীর ছবি। ঝলমলে তাঁর হাসি। হরিয়ানায় ভোটচুরির অভিযোগ তুলতে গিয়ে একদিন আগে এই তরুণীকে ব্রাজিলীয় মডেল বলে দাবি করেছেন রাহুল গান্ধী। দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দপ্তরের সাংবাদিক সম্মেলনে তাঁর বিস্ফোরক অভিযোগ, এই ব্রাজিলীয় তরুণীর ছবি ব্যবহার করে ২২ বার ভোটার তালিকায় নাম তোলা হয়েছে। এবং এইসব ভুয়ো ভোটারকার্ড তৈরি জন্য বিভিন্ন নাম ব্যবহার করা হয়েছে। লোকসভার বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ ঘিরে ভারতে রাজনৈতিক শোরগোল তুঙ্গে। তারই মধ্যে বৃহস্পতিবার সামনে এল সেই ব্রাজিলীয় তরুণীর প্রতিক্রিয়া। ভারতে তিনি এভাবে ভাইরাল হয়ে পড়েছেন জেনে রীতিমতো অবাক লারিসা নেরি নামে সেই তরুণী। তিনি দাবি করেছেন, তাঁর বয়স যখন ১৮ বা ২০ বছর, ছবিটি তখন তোলা হয়েছিল। পর্তুগিজ ভাষায় লারিসা বলেছেন, ‘আপনাদের একটা মজার কথা বলছি! আমাকে ভারতীয় দেখিয়ে ভারতের ভোটে আমার ছবি ব্যবহার করছে ওরা। যাতে মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দেওয়া যায়। আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। কী পাগলামি! এটা কীধরনের খেপামি, আমরা কোন জগতে বাস করি?’