• এবারও লড়ছেন লালু প্রসাদ যাদব!
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, পাটনা: যব তক রহেগা‌ সামোসে আলু...। পরের লাইনের সঙ্গে বিলক্ষণ পরিচিত রাজনৈতিক মহল। হ্যাঁ, শিঙাড়া আর আলুর মতই সম্পর্ক বিহার আর লালুর। এবারের বিহারের বিধানসভা নির্বাচনেও একটি নয়, দু’দুটি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন লালু প্রসাদ যাদব। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভোটে লড়ছেন লালু প্রসাদ।  সরণ জেলার মারহোওরা এবং তারাইয়া আসনের প্রার্থী তিনি!ইয়ার্কি নাকি? লালু ভোট ময়দানে? তবে এ লালু সে লালু নন! তিনি রাষ্ট্রীয় জন সম্ভাবনা পার্টি(আরজেএস) সুপ্রিমো লালু প্রসাদ যাদব। ‘২০১৪ মে হাম যব রাবড়ি দেবী কে খিলাফ যব লড়ে থে, তব সুরখিঁও মে আয়া রাবড়ি কে খিলাপ খড়া হুয়া লালু!’ হাসতে হাসতে বলছিলেন আরজেএসের লালু। শুধু রাবড়ী দেবী নন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও বারানসীতে মনোনয়ন দাখিল করেছিলেন এই লালু।  দুর্ভাগ্য, কিছু খামতি থাকায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় মনোনয়ন। এই নিয়ে নাকি ২৭ বার মনোনয়ন পেশ করেছেন লালু। পেশায় তো মুহুরি। ভোটে লড়াইয়ের খরচ আসে কোথা থেকে? নিজের কামাই তো আছেই। লোক ভালোবেসে চাঁদা দেয়। তারপর কোনও নির্বাচন এলে বাড়তি কামাই। যারা নির্দল হিসেবে ভোটে লড়তে চান তাঁরা নাকি পরামর্শের জন্য লালুর কাছেই আসেন। ফর্ম পূরণ বা দাখিলের পদ্ধতি বাতলে দিয়েও ভালো রোজগার হয়। 

    গত বছর সাদা ধবধবে মারুতি গাড়ি কিনেছেন লালু। এর আগে বিহারী স্টাইলে গলায় গামছা ঝুলিয়ে বাইক নিয়ে সারণের এ প্রান্ত ও প্রান্ত চষে বেড়াতেন লালু। এখন গাড়ির সামনে দলীয় বোর্ড।। ড্রাইভার নেই। নিজেই চালান। 

    গাড়িটা কি ভোটের কাজের জন্যই কিনেছেন? ‘লোগ হামকো নেতা জি কহতে হয়। তো গাড়ি সে হি সম্মান হ্যায় না?’ শুধু গাড়ি নয় ‘নেতা জি’-র একজন দেহরক্ষীও রয়েছে। দেহরক্ষী কেন? প্রাণহানির আশঙ্কা?‘না না কৌনো খতরা নেহি।’ বডিগার্ড নিলে নাকি এলাকায় প্রভাব বাড়ে।  হেসে বললেন এই ‘শখের’ প্রার্থী।  একবার নাকি  স্বয়ং আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব আপনাকে পাটনা ডেকে পাঠিয়েছিলেন? ‘হা ফোন করকে পাটনা বুলায়েথে।’ কিন্তু কেন? ‘হেল্প করনে কে লিয়ে!’ কেমন হেল্প? ‘বোলেথে তুম হামকো জিতাও। হাম তুমকো এমএলএ বানায়েঙ্গে।’রাবড়ি দেবীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে যখন তিনি ১৯ হাজার ভোট পেয়েছিলেন, তখনই নাকি তিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের নজরে পড়েন। কিন্তু সাহায্য করার পরেও নাকি কথা রাখেননি প্রাক্তন রেলমন্ত্রী।  আক্ষেপের সুরে বলছিলেন ‘নেতা জি’। আচ্ছা এবার বিহারে কে ক্ষমতায় আসবে এনডিএ? না মহা মহাগটবন্ধন? 

    ‘দুসরি পার্টি কে বারে মে হামে ক্যায়সে বাতায়?’ অভিজ্ঞ রাজনীতিবিদদের মত বলছিলেন লালু। আপনি জিতবেন? ‘জিতেঙ্গে। কিউ নেহি জিতেঙ্গে। অউর যব তক নেহি জিতেঙ্গে তব তক চুনাও লড়তে রেহেঙ্গে।’ আত্মবিশ্বাস ঝরে পড়ে গলায়।  উনিশটি টি বার ম্যাট্রিকে ঘায়েল হয়ে থেমেছিল সুকুমার রায়ের ‘সৎপাত্র’ কবিতার গঙ্গারাম! কিন্তু বিহারের এই লালু বোধ হয় দমবার পাত্র নন।
  • Link to this news (বর্তমান)