বিহারে প্রথম দফার ভোটদান শান্তিতেই, আক্রান্ত উপমুখ্যমন্ত্রী, বুলডোজার চালানোর হুংকার
বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
শুভঙ্কর বসু, পাটনা: প্রথম দফার ভোটগ্রহণের দিনেই আক্রান্ত বিহারের উপ মুখ্যমন্ত্রী। বিজয় কুমার সিনহার কনভয়ে হামলা চালানোর অভিযোগ উঠল আরজেডি সমর্থকদের বিরুদ্ধে। তার পরেই উত্তরপ্রদেশের ধাঁচে ‘বুলডোজার’ দাওয়াই দেওয়ার কথা শোনা গিয়েছে উপ মুখ্যমন্ত্রীর মুখে।
বৃহস্পতিবার ভোট চলাকালীন খোরিয়ারি গ্রামে যাচ্ছিলেন লখিসরাইয়ের বিজেপি প্রার্থী তথা উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। সেই সময়ে তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর, জুতো, গোবর ছোড়ার অভিযোগ উঠে আরজেডি সমর্থকদের বিরুদ্ধে। ক্ষিপ্ত বিজয় বলেন, ‘এরা সব আরজেডির গুন্ডা। বিহারে ক্ষমতায় এনডিএ আসছে। তার পরেই এদের বুকের উপরে বুলডোজার চলবে। এই সমস্ত দুষ্কৃতীরা আমাকে গ্রামে যেতে বাধা দিচ্ছে। বুথ থেকে আমার পোলিং এজেন্টকেও বার করে দিয়েছে।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘এখানকার এসপির মেরুদন্ড নেই। এতেই প্রমাণ হয় আরজেডি ক্ষমতায় আসলে কী করবে।’ ঘটনার জন্য নির্বাচন কমিশনের দিকেও আঙুল তুলেছেন উপ মুখ্যমন্ত্রী। যদিও হামলার খবর পাওয়া মাত্র বিহারের ডিজিপিকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আরজেডির মুখপাত্র শক্তি যাদব অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।
উপ মুখ্যমন্ত্রীর উপর হামলা বা আরও এক-দু’টি কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বিহারে প্রথম দফার নির্বাচন মিটল মোটের উপর শান্তিপূর্ণভাবেই। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৪.৬৬ শতাংশ। যা বিহারের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। সবচেয়ে বেশি বেগুসরাইয়ে ৬৭.৩২ শতাংশ এবং শেখপুরাতে সবচেয়ে কম, ৫২.৩৬ শতাংশ ভোট পড়েছে ।
প্রথম দফায় বিহারে ১৮টি জেলার ১২১টি বিধানসভা আসনে নির্বাচন হয়েছে। মোট ১ হাজার ৩১৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে এই দফায়। মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব থেকে শুরু করে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা সহ মোট ১৬ জন মন্ত্রীর ভাগ্যও এদিনের ভোটে ঠিক হবে। জেলবন্দি বাহুবলী অনন্ত সিংহের কেন্দ্র মোকামাতেও ভোট ছিল আজ।
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ সপরিবারে পাটনার ভেটেনারি কলেজ বুথে সপরিবারে ভোট দিতে আসে লালুপ্রসাদের পরিবার। ছিলেন তেজস্বী, রাবড়ি দেবী এবং লালু কন্যা মিসা ভারতী। ভোট দেওয়ার পরেই লালুর গলায় শোনা যায় ‘পরিবর্তন’-এর বার্তা। অন্যদিকে, বক্তিয়ারপুরে ভোট দানের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভোটদান শুধু অধিকার নয়। ভারতীয় গণতন্ত্রে প্রতিটি নাগরিকের কর্তব্যও বটে।’ এদিন সকালেই অবশ্য প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পেহেলে মত দান, ফির জলপান।’ ভোজপুরি অভিনেতা খেসারিলাল যাদব, লোকশিল্পী মৈথিলী ঠাকুর, কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই, বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ, মহাগঠবন্ধনের উপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি, এনডিএর জোটসঙ্গী (আরএলএম) প্রধান উপেন্দ্র কুশওয়াহা ও এলজেপির প্রধান চিরাগ পাসওয়ানও ভোট দেন। এদিন ভোট শুরুর পর দ্বারভাঙ্গা, খাগারিয়া জেলার বেশ কিছু জায়গা থেকে ইভিএম খারাপ হওয়ার খবর আসতে শুরু করে। কমিশনের দাবি, মোট ৭২৬ ইভিএম বদলানো হয়েছে। এর মধ্যেই লখিসরাই কেন্দ্রে ভোট দানের পর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের ‘বোরখা’ মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি করে। ছাপরাতে মানঝি বিধানসভার বাম বিধায়ক সত্যেন্দ্র যাদবের উপর হামলার অভিযোগ ওঠে।