• এসআইআর উত্তর-পূর্বে, বাদ অসম
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহার, বাংলার মতো ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পথেই এবার উত্তর-পূর্ব ভারতে হবে ভোটার তালিকা শুদ্ধকরণের কাজ। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর)। তবে এই প্রক্রিয়ায় বাদ রাখা হবে অসমকে। নির্বাচন কমিশনের শীর্ষ সূত্রে একথা জানা গিয়েছে। আগামী বছর অসমে নির্বাচন। ভোট বাংলা, তামিলনাড়ু, পুদুচেরিতেও। অথচ বাংলার মতো রাজ্যে এসআইআর শুরু হয়ে গেলেও অসমে তা হচ্ছে না। আগামী বছর ভোটের আগে এসআইআর করানো সম্ভব হবে বলে মনে করছে না কমিশন। কারণ, অসমে এনআরসির পাশাপাশি রয়েছে ‘ডি ভোটার’ বা ‘ডাউটফুল ভোটার’ নামে এক সমস্যা। তা নিয়ে মামলাও চলছে। তারই মধ্যে ফের তৃতীয় প্রক্রিয়া হিসেবে এসআইআর করা সম্ভব নয় বলেই জানিয়েছে কমিশন। 

    অসমে না হলেও বাকি উত্তর-পূর্বের সাত রাজ্যে (সিকিম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, মেঘালয়) হবে এসআইআর। এবং তা একইসঙ্গে হবে বলে কমিশন সূত্রে খবর। জানা গিয়েছে, পাহাড়ি অঞ্চলে শীতকালে ভোটার তালিকা শুদ্ধকরণের কাজ করা কঠিন। তাই আগামী বছরের মাঝামাঝি সময়ে অসম ব্যতীত বাকি রাজ্যে এসআইআর হবে। অসমে ভোটের আগে হবে স্পেশাল সামারি রিভিশন (এসএসআর)। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ ন’টি রাজ্য এবং পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবরের মতো তিন কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ হবে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। তার পরেই উত্তর-পূর্বের সাত রাজ্যে একত্রে এসআইআর শুরু করবে কমিশন। - ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)