• অনুপ্রবেশে মদত: ধৃত বিজেপি কর্মীকে জামিন
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: ভুয়ো পরিচয়পত্র বানিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশে মদতের অভিযোগ! ২০২৩ সালের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল বিজেপির যুব কর্মী বিক্রম রায়কে। সোমবার তাঁকে জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। বিচারপতি রাজেশ সিং চৌহান ও বিচারপতি অবধেশ কুমার চৌধুরীর বেঞ্চ জানায়, বাকি অভিযুক্তদের ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে। সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। 

    ২০২৩ সালে বিক্রম সহ অন্যান্যদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ উঠেছিল। ঘটনায় মামলা দায়ের করে উত্তরপ্রদেশের জঙ্গি দমন শাখা (এটিএস)। তারা জানায়, টাকার বিনিময়ে সীমান্তের ওপার থেকে বাংলাদেশিদের পশ্চিমবঙ্গে নিয়ে আসত বিক্রমরা। অনুপ্রবেশকারীদের জন্য বানানো হতো ভুয়ো পরিচয়পত্র। অনুপ্রবেশকারীদের টাকা দিয়ে দেশবিরোধী কার্যকলাপ চালানো হতো বলেও অভিযোগ ওঠে। এটিএসের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে আদালতের দ্বারস্থ হয় বিক্রম। তবে জামিনের আর্জি দু’বার খারিজ করে দেয় লখনউয়ের এনআইএ আদালত। এরপরেই এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানায় অভিযুক্ত। সোমবার আদালতে বিক্রমের আইনজীবী জানান, গত মাসেই সহ অভিযুক্ত আদিল-উর-রহমানের জামিন মঞ্জুর করা হয়। একই মাসে আরেক অভিযুক্ত শেখ নাজিবুল হককে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছিল, ১০০ জনের বেশি প্রত্যক্ষদর্শীর বয়ান খতিয়ে দেখার কথা বলেছে সরকারপক্ষ।
  • Link to this news (বর্তমান)