• দিল্লির পর বিহারেও ভোট বিজেপি নেতার!
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: কয়েকমাস আগে দিল্লিতে ভোট দিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিনহা। এবার বিহারেও ভোট দিলেন তিনি। বুধবার এমনই অভিযোগ এনে আক্রমণ শানাল কংগ্রেস, আম আদমি পার্টি ও আরজেডি। এদিন আপ নেতা সৌরভ ভরদ্বাজ রাকেশ সিনহার দু’বার ভোট দেওয়ার ছবি শেয়ার করে বলেন, ‘মাসকয়েক আগে উনি দিল্লিতে ভোট দিয়েছিলেন। দিল্লিতে থাকেন, এখানকার মতিলাল নেহরু কলেজে পড়ান, তাহলে বিহারের বাসিন্দা হলেন কীভাবে?’ একই অভিযোগ উঠেছে দিল্লির পূর্বাঞ্চলের নেতা সন্তোষ ওঝা ও দলের কর্মী নগেন্দ্র কুমারের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিনহা।
  • Link to this news (বর্তমান)