নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষেবা প্রদান সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। বৈঠক করবেন উত্তরবঙ্গের জেলাশাসকদের সঙ্গেও। সূত্রের খবর, উত্তরকন্যায় আয়োজন করা হচ্ছে পরিষেবা প্রদান অনুষ্ঠানের। সেখান থেকেই প্রাকৃতিক দুর্যোগে যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের বাড়ি তৈরির জন্য সহায়তা প্রদান করবেন তিনি। রাজ্যজুড়ে ১২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত মানুষ পাবেন বাড়ি তৈরির সহায়তা। ক্ষতিপূরণের অঙ্ক হল ১ লক্ষ ২০ হাজার টাকা।