• জয়নগরে বাইক আটকে কুপিয়ে খুন ইটভাটার মালিককে, চাঞ্চল্য
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: বাইক চেপে বাড়ি ফেরার পথে ইটভাটার মালিককে আটকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম জয়ন্ত মণ্ডল (৪০)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়, জয়নগরের মহিষমারি এলাকায়। নিহত এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। এর জেরে উত্তেজনা দেখা দেয়। জয়নগর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

    খুনিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এই খুন, তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। ইটভাটার শ্রমিকদের অভিযোগ, জয়ন্তর কাছে নগদ টাকা ছিল। এই টাকা লুটের জন্যই কি খুন? জয়নগর থানার পুলিশ তদন্ত করছে। এলাকার সিসিক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। এর পিছনে কোনও রাজনৈতিক কারণ আছে কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদও চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, জয়নগর থানার ধোসা গোবিন্দপুর এলাকার বাসিন্দা জয়ন্ত মণ্ডল। প্রতিদিনের মতো এদিন তাঁর অনন্যা ইটভাটা থেকে বাইক চেপে বাড়ি ফিরছিলেন তিনি। নির্জন এলাকায় দুষ্কৃতীরা বাইক আটকে ঘিরে ধরে কুপিয়ে তাঁকে খুন করে বলে অভিযোগ। জয়ন্তর ভাই সুব্রত মণ্ডল বলেন, গত দুই বছর ধরে ইটভাটাটি নিয়ে ঝামেলা চলছিল। এই ভাটার অংশীদারও অনেকে আছেন। এদিন দাদার কাছে নগদ টাকাও ছিল। কী কারণে খুন, পুলিশ খুঁজে দেখুক। আমাদের ধারণা, পরিকল্পনা করে খুন করা হয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। ইটভাটার শ্রমিক প্রহ্লাদ নস্কর বলেন, দাদা কাজ সেরে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই খুন করা হয়।
  • Link to this news (বর্তমান)