• অনুপম দত্ত খুনের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, শীঘ্রই রায়
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: পানিহাটির কাউন্সিলার অনুপম দত্ত খুনের মামলায় বারাকপুরের তৃতীয় অতিরিক্ত দায়রা জেলা জজের আদালতে সাক্ষ্যদান পর্ব শেষ হল বৃহস্পতিবার। ওই কেসের তদন্তকারী অফিসার, বর্তমানে আমডাঙা থানার আইসি রাজকুমার সরকারকে এদিন জেরা করা হয়। অভিযুক্ত জিয়াউল মণ্ডলের আইনজীবী তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। আগামী ১৭ নভেম্বর বাপি পণ্ডিত ওরফে সঞ্জীব পণ্ডিত সহ অভিযুক্ত তিনজনকে চূড়ান্ত জিজ্ঞাসাবাদ করবেন তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারক অয়নকুমার বন্দ্যোপাধ্যায়।

    এদিকে, কিছুদিনের মধ্যেই এই মামলার রায় ঘোষণা হবে বলে জানান সরকারি আইনজীবী সত্যব্রত দাস। তিনি বলেন, সমস্ত সাক্ষীদের বয়ান নেওয়া হয়েছে। এবার তিন অভিযুক্ত বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত এবং জিয়াউল মণ্ডলকে বিচারক জিজ্ঞাসাবাদ করবেন। তারপরেই রায় ঘোষণার প্রক্রিয়া শুরু হবে। 

    প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ মার্চ ভরসন্ধ্যায় বাড়ির কাছেই গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছিলেন পানিহাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনুপম দত্ত। গুলি করার পর একটি হোগলা বনে লুকিয়ে পড়েছিলেন অমিত পণ্ডিত। স্থানীয় বাসিন্দারা তাঁকে ধরে ফেলেন। যে রিভলবার দিয়ে গুলি করা হয়েছিল, তাও উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বাপি পণ্ডিত এবং জিয়াউল মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের পক্ষে বলা হয়েছিল, অনুপম দত্তকে খুনের জন্য বাপি পণ্ডিত সুপারি দিয়েছিলেন জিয়াউল মণ্ডলকে। জিয়াউল মণ্ডল আবার অমিত পণ্ডিতকে সেই সুপারি দেন। অমিত পণ্ডিত এবং জিয়াউল মণ্ডলের মধ্যে যে বেশ কয়েকবার কথাবার্তা হয়েছে, তার প্রমাণ আদালতে পেশ করেছিলেন তদন্তকারী অফিসার রাজকুমার সরকার।

    জানা যায়, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকেই অনুপম দত্তকে নজরে রেখেছিলেন দুষ্কৃতীরা। এরপর ২০২২ সালের ১৩ মার্চ সন্ধ্যায় তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। ওই ঘটনায় রাজ্যজুড়ে তীব্র শোরগোল পড়ে। এদিকে, নিহতের ভাই নিরূপম দত্ত এদিন আদালতে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, তাঁরা ভাইয়ের মৃত্যুর বিচার চান। অনুপম দত্তের খুনের রায় কী হয়, সেদিকে তাকিয়ে আছে গোটা পানিহাটি।
  • Link to this news (বর্তমান)