• সাংসদ কল্যাণের অ্যাকাউন্ট থেকে গায়েব ৫৫ লাখ
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেল ৫৫ লাখ টাকা! বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ ব্যাংক মারফত এই খবর জানতে পারেন কল্যাণবাবু। এনিয়ে কল্যাণবাবুর সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, ‘এমএলএ থাকাকালীন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাইকোর্ট শাখায় আমার একটি অ্যাকাউন্ট ছিল। বর্তমানে সেটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। কিন্তু, আমার ছবি জাল করার পাশাপাশি মোবাইল নম্বরও বদল করে সেই অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছে। এটা একটা বড় চক্রান্ত। এর পিছনে বিজেপির হাত রয়েছে।’  সংশ্লিষ্ট ব্যাংকের পদস্থ কর্তাদের পাশাপাশি লালবাজারেও সাংসদের তরফে অভিযোগ জানানো হয়েছে। কলকাতা পুলিশের একটি সূত্র জানাচ্ছে, ‘আমরা সদ্য অভিযোগটি পেয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে।’
  • Link to this news (বর্তমান)