সংবাদদাতা, বর্ধমান: লালবাজারের স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েকটি বাড়ি থেকে টাকা তোলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতের নাম মানারুল শেখ ওরফে মণি। মুর্শিদাবাদের রেজিনগর থানার শক্তিপুরে ধৃতের বাড়ি। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। বিচার বিভাগীয় হেপাজতে পাঠিয়ে আগামী ২০ নভেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১টা নাগাদ নিজেকে লালবাজার স্পেশাল ব্রাঞ্চের আধিকারিক পরিচয় দিয়ে তল্লাশির নাম করে অভিযুক্ত মেমারি থানার ভৈটা গ্রামের বাসিন্দা কাকলি হেমব্রমের বাড়িতে যায়। সেখানে গিয়ে ওই ব্যক্তি ১০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে পরিবারের সবাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। এমনকি, মারধরেরও কথা বলে সে। ভয় পেয়ে কাকলিদেবী অভিযুক্তকে ১ হাজার টাকা দেন। এরপর এলাকার আরও কয়েকটি বাড়িতে যায় মানারুল। সেখানেও সে একইভাবে টাকা দাবি করতে থাকে। তার গতিবিধি দেখে বাসিন্দাদের সন্দেহ হয়। তারা মানারুলকে আটকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। শেষমেশ চাপের মুখে ভেঙে পড়ে সে নিজের পরিচয় দেয়। সে যে লালবাজারের কোনও অফিসার নয় সেটাও স্বীকার করে নেয়। এরপরই মানারুলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে কাকলীদেবীর অভিযোগের ভিত্তিতে প্রতারণা ও অর্থ আত্মসাৎ এবং ভুয়ো পরিচয় দেওয়ার ধারায় মামলা রুজু করে মেমারি থানা।