নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট দেওয়া দায়িত্বের মধ্যে পড়ে। তাই সদলবলে বিহারে। ফলে কলকাতার বেশ কিছু এলাকা শুনশান। এই জায়গাগুলিতে বিহারের মানুষের বাস। এখানেই তাঁদের রুটি-রুজি। যেমন গঙ্গারঘাটের পাড় ধরে সারি দিয়ে বসে থাকেন বিহারের বাসিন্দারা। কেউ চুল কাটেন। কারও চায়ের দোকান। কারওর লটারির স্টল। কেউ আবার গঙ্গা জলের ডাব্বা নিয়েও বসেন। বিহারে প্রথম পর্যায়ের ভোটের জন্য বৃহস্পতিবার সেসব দোকান বন্ধ। ফুটপাত প্রায় ফাঁকা। উধাও চেয়ার, টেবিলগুলি। বৃহস্পতিবার দুপুরের দিকে বাবুঘাটে গিয়ে দেখা গিয়েছে, জমজমাট এলাকা একেবারে নিস্তব্ধ। চুল কাটার জন্য কয়েকজন ওড়িশার বাসিন্দা বসে রয়েছেন। তাঁদের একজন বললেন, ‘এদিন তো কয়েকজন বাড়ি চলে গিয়েছেন। আবার দ্বিতীয় দফা নির্বাচনের সময় আরও অনেকে চলে যাবেন। অনেকেই ভোটের জন্য বিহারে গিয়েছেন।’ বাবুঘাটের বাস স্ট্যান্ডের দিকেও এদিন দোকানপাট কিছুই খোলা ছিল না। ফাঁকা ঠেলা গাড়ির উপর এক বৃদ্ধ বসে। দোকান বন্ধ কেন? জিজ্ঞেস করতেই বললেন, ‘সব লোক বিহার চলা গিয়া।’ কোথায় বাড়ি ওঁদের? উত্তর, ‘দ্বারভাঙ্গা।’ অন্যদিকে অনেকের দোকানপাট আবার দীর্ঘদিন ধরে বন্ধ। কেন? ধর্মতলার এক ব্যবসায়ীর কথায়, ‘অনেকে ছট পুজোর সময় গিয়েছিল। একেবারে ভোট কাটিয়ে আসবে।’-নিজস্ব চিত্র