• পার্ক স্ট্রিটের হোটেলে খুন: ওড়িশা থেকে ধৃত দুই অভিযুক্ত টিআই প্যারেডে শনাক্ত
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটের হোটেলে সম্প্রতি খুনের ঘটনায় ওড়িশা থেকে ধৃত দুই অভিযুক্তকে জেলে টি আই প্যারেডে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে মামলাটি উঠলে সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী এমনই তথ্য পেশ করেন। তিনি বলেন, ওই টিআই প্যারেডে আসা পাঁচজনই দুই অভিযুক্তকে চিহ্নিত করতে পেরেছেন। আর যেহেতু এই আইনি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, তাই তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ হেপাজতে নেওয়া দরকার। এরপরই বিচারক দুই অভিযুক্তকে ১৫ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।

    পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, গত ২৪ অক্টোবর পার্ক স্ট্রিট থানার রফি আহমেদ 

    কিদোয়াই রোডে হোটেলের রুমে বক্স খাটের মধ্যে থেকে উদ্ধার হয় রাহুল লাল নামে এক যুবকের মৃতদেহ। পরে পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে, ওই যুবকের সঙ্গে এসেছিলেন আরও দুই যুবক। তাঁরা ওড়িশার বাসিন্দা পরিচয় দিয়ে রুম ভাড়া নিয়েছিলেন। পরে টাকার লোভেই দুই যুবক রাহুলকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ। পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে, এই হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে শশীকান্ত বেহারা ও সন্তোষ বেহারা নামে ওই দুই যুবকের। এরপরই পুলিশ ওড়িশা থেকে দুই যুবককে সম্প্রতি গ্রেফতার করে।                                                        
  • Link to this news (বর্তমান)