• বাগবাজারের নব‑বৃন্দাবনে রাস উৎসবের আজ শেষদিন, মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাগবাজারে নব‑বৃন্দাবনে তিনদিনের রাস উৎসবের শেষ দিন আজ। উত্তর কলকাতার রামকান্ত বোস স্ট্রিটে মন্দিরের একটি মণ্ডপে বুধবার শুরু হয়েছিল রাস উৎসব। এখানে রাধা‑কৃষ্ণের জীবন কাহিনির বিভিন্ন দিক বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়। রয়েছেন অষ্টসখীও। এছাড়াও কালী, নারায়ণ প্রভৃতির মূর্তি আছে। ফুল, লতাপাতা, শোলার পাখি ও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ। প্রদর্শনী দেখতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন। ভিড় হয়। মন্দির সূত্রে জানা গিয়েছে, নানা উপাচার মেনে বিশেষ পূজা‑পাঠ ও হোম হয়েছে বুধবার।

    শ্যামপুকুরে বীরচাঁদ গোস্বামী লেনে বলাই চাঁদ মন্দিরেও রাস উৎসবকে ঘিরে উৎসব হয়েছে। মন্দিরে রাধা‑কৃষ্ণের যুগল মূর্তি ঘিরে পুজো‑পাঠের আয়োজন করা হয়েছে। সেখানেও মূর্তি ফুল‑মালায় সাজিয়ে তোলা হয়। হয় বিশেষ হোম। ফল ও মিষ্টান্ন দিয়ে পুজো হয়। মন্দিরের তরফে জানানো হয়েছে, প্রতিদিন দুপুরে ভোগ হিসেবে দেওয়া হয় সাদা ভাত, ডাল, পাঁচরকম ভাজা, তরকারি, চাটনি। রাতে মিষ্টি, জল। উত্তর শহরতলির বরানগরে প্রাচীন ঝুলন বাড়িতে যথাযোগ্য মর্যাদায় রাস উৎসব পালিত হয়। সেখানে ঝুলন বাড়িকে ফুল মালায় সাজিয়ে তোলা হয়েছে। রাধা‑কৃষ্ণের যুগল মৃর্তি বিশেষ উপাচারের সঙ্গে পুজো করা হয়। রাধা‑কৃষ্ণের সামনে নানা ধরণের ভোগ নিবেদনের রীতি। চৈতন্যদেবের পদধূলিধন্য পাঠবাড়ি আশ্রম ও কাথাধারী মঠেও পালিত হয়েছে রাস উৎসব। সেখানে নামগান সহ বিশেষ পুজো‑পাঠের আয়োজন হয়েছে। প্রাচীন দুই মন্দিরেই উত্তর শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী আসেন। দুই মন্দিরে চৈতন্যদেবের আগমন ঘটেছিল।
  • Link to this news (বর্তমান)