• তৃণমূল সাংসদ কল্যাণের ‘৫৫ লক্ষ টাকা উধাও এসবিআইয়ের হাই কোর্ট শাখার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে’! সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের
    আনন্দবাজার | ০৭ নভেম্বর ২০২৫
  • সাইবার প্রতারণার শিকার হলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বিধানসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, ব্যাঙ্ক কর্তৃপক্ষই সাইবার ক্রাইম বিভাগে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন।

    ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন কল্যাণ। সে সময়ে অন্য বিধায়কদের সঙ্গে তাঁর নামেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) বিধানসভার উপশাখায় একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ওই উপশাখা এসবিআইয়ের হাই কোর্ট শাখার অধীন। বিধায়ক হিসাবে পাওয়া তাঁর যাবতীয় ভাতা ওই অ্যাকাউন্টে জমা পড়ত। কল্যাণ এখন সাংসদ। বিধানসভার ওই অ্যাকাউন্টে দীর্ঘ দিন তাঁর কোনও লেনদেন হয়নি। ফলে অ্যাকাউন্টটি ‘ডরম্যান্ট অ্যাকাউন্টে’ (দীর্ঘ দিন কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন না হলে ব্যাঙ্কের পরিভাষায় তাকে ডরম্যান্ট অ্যাকাউন্ট বলা হয়) পরিণত হয়েছে। অভিযোগ, সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই কারচুপি করেছে প্রতারকেরা।

    এসবিআইয়ের কালীঘাট শাখায় রয়েছে কল্যাণের মূল অ্যাকাউন্ট। সাংসদের দাবি, হাই কোর্ট শাখার ম্যানেজার বৃহস্পতিবার তাঁকে ফোন করে প্রতারণার খবর দিয়েছেন। জানা গিয়েছে, সাংসদের ছবি এবং মোবাইল নম্বর ব্যবহার করে কালীঘাটের অ্যাকাউন্ট থেকে ৫৫ লক্ষ টাকা প্রথমে বিধানসভার ডরম্যান্ট অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে। পরে সেখান থেকে পুরো টাকা তুলে নেওয়া হয়েছে।

    প্রতারণার খবর পেয়ে খানিক হতাশ শ্রীরামপুরের সাংসদ। তবে এখানেও বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বলেছেন, ‘‘ব্যাঙ্কে টাকা রাখলে অপরাধীরা নেবে আর বাড়িতে টাকা রাখলে নরেন্দ্র মোদী নেবে।’’ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দ্রুত সুরাহা হবে বলে আশা করছেন সাংসদ।
  • Link to this news (আনন্দবাজার)