তৃতীয় দিনে দু’কোটির বেশি এনুমারেশন ফর্ম বিলি করলেন বিএলওরা, এজেন্টও বৃদ্ধি প্রায় সব দলের! এগিয়ে গেল কারা
আনন্দবাজার | ০৭ নভেম্বর ২০২৫
তিন দিনে রাজ্য জুড়ে দু’কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করলেন বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। এ ছাড়া, প্রায় সব দলেরই এজেন্টের (বুথ স্তরের এজেন্ট বা বিএলএ) সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখনও পর্যন্ত এজেন্ট সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে বিজেপি।
মঙ্গলবার, ৪ অক্টোবর থেকে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়া শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। সেই তথ্য কমিশনের অ্যাপে আপলোড করাও তাঁদের দায়িত্ব। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার, এসআইআর-এর তৃতীয় দিনে রাত ৮টা পর্যন্ত রাজ্যে ২.০১ কোটি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। এ ছাড়া, বৃহস্পতিবার থেকে চালু হয়েছে অনলাইনে ফর্ম পূরণের প্রক্রিয়াও।
এসআইআর-এর কাজে বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি ঘোরা এবং এনুমারেশন ফর্ম পূরণে ভোটারদের সাহায্য করা বিএলএদের কাজ। পরিসংখ্যান অনুযায়ী, তৃতীয় দিন পর্যন্ত বিজেপি মোট এজেন্ট দিয়েছে ৩৭,৭০০ জন। সংখ্যার বিচারে এর পরেই রয়েছে তৃণমূল। তাদের এজেন্টের সংখ্যা ৩৫,৩৬৪ জন। এ ছাড়া, সিপিএম ২৯,১৬০ জন, কংগ্রেস ৬,৯৯৯ জন এবং ফরোয়ার্ড ব্লক ১২২৫ জন এজেন্ট নিয়োগ করেছে। বুধবার পর্যন্ত বিজেপির এজেন্ট সংখ্যা ছিল ৩৫ হাজার এবং তৃণমূল ও সিপিএমের এজেন্টের সংখ্যা ছিল ২৭ হাজার করে। এক দিনে তৃণমূলের এজেন্টের সংখ্যা প্রায় ৮ হাজার বেড়ে গিয়েছে। বিএলএ-র সংখ্যা আরও বাড়তে পারে।
যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণের বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে এই ফর্ম পাওয়া যাচ্ছে। এ ছাড়া, কমিশনের নির্দিষ্ট অ্যাপে গিয়েও চাইলে কেউ ফর্ম সংগ্রহ করতে পারেন। তার পর অনলাইনেই তা জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার, প্রথম দিন থেকেই অনলাইনে ফর্ম পূরণ চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত কারণে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে ওই পোর্টাল চালু হল।