তেরঙায় মোড়া গাড়িতে চেপে বাড়ি ফিরবেন বিশ্বকাপজয়ী রিচা! ঘরের মেয়ের জন্য লাল গালিচায় সাজছে শিলিগুড়ি
আনন্দবাজার | ০৭ নভেম্বর ২০২৫
বিশ্বজয় করে ফেলেছেন ঘরের মেয়ে। তাঁর জন্য গোটা দেশ গর্বিত। রিচা ঘোষকে নিয়ে শিলিগুড়িতে তাই উন্মাদনার শেষ নেই। বিশ্বকাপ জেতার পর শুক্রবার প্রথম শিলিগুড়িতে পা রাখবেন রিচা। শহর জুড়ে তাঁকে বরণ করার জন্য ঢালাও আয়োজন করা হয়েছে। লাল গালিচায় হেঁটে সংবর্ধনার মঞ্চে উঠতে হবে বিশ্বজয়ী ক্রিকেটারকে। বাগডোগরা বিমানবন্দরে তাঁকে আনতে যাবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব স্বয়ং। সূত্রের খবর, জাতীয় পতাকায় মোড়া হুডখোলা গাড়িতে চাপিয়ে ঘরে ফেরানো হবে ঘরের মেয়েকে।
আপাতত এক দিনের জন্যেই শিলিগুড়িতে ফিরছেন রিচা। ইতিমধ্যে হোর্ডিং, ব্যানারে সাজিয়ে ফেলা হয়েছে গোটা শহর। শুক্রবার সকালে দিল্লি থেকে প্রথমে বাগডোগরায় নামবেন তিনি। সেখানে হুডখোলা গাড়ি তাঁর অপেক্ষায় থাকবে। গাড়িটিকে তেরঙায় মুড়ে রাখা হয়েছে। বাগডোগরা থেকে শিলিগুড়ির পথে অবশ্য একাধিক জায়গায় দাঁড়াতে হতে পারে রিচাকে। বিভিন্ন সংগঠনের তরফে তাঁর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রিচাকে বাড়ি পৌঁছে দেবেন খোদ মেয়র। পরে দুপুরে বাঘাযতীন পার্কে তাঁকে সংবর্ধিত করবে শিলিগুড়ি পুরনিগম।
রিচার বাড়ি সুভাষপল্লি থেকে বাঘাযতীন পার্কের দূরত্ব প্রায় ২০০ মিটার। এই রাস্তা জু়ড়ে লাল গালিচা পাতার পরিকল্পনা করেছে পুরনিগম। রাস্তার দুই ধারে স্থানীয় মহিলা ক্রিকেটারেরা থাকবেন। তাঁরা ব্যাট তুলে রিচাকে সম্মান প্রদর্শন করবেন। গার্ড অফ অনারের বন্দোবস্তও করা হয়েছে। বাঘাযতীন পার্কে প্রথমে শিলিগুড়ি পুরনিগম এবং পরে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ রিচাকে সংবর্ধনা দেবে। এ ছাড়া থাকবে অগুন্তি ক্লাব এবং স্থানীয় সংগঠন। রিচার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন, তা পড়ে শোনানো হবে সংবর্ধনার মঞ্চে।
কী ভাবে রিচাকে বরণ করা হবে, তা নিয়ে বৃহস্পতিবার দীনবন্ধু মঞ্চে পুলিশ, বণিকসভা এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন মেয়র। এর জন্য শহরে ট্র্যাফিক সংক্রান্ত কোনও সমস্যা যাতে না-হয়, সে দিকেও খেয়াল রাখা হচ্ছে। গৌতম বলেছেন, ‘‘আমাদের কাছে সময় খুব কম। তবু চেষ্টা করছি প্রতিটি স্কুলের সঙ্গে যোগাযোগ করে পড়ুয়াদের হাজির করতে।’’ শিলিগুড়ির বাসিন্দাদের কাছে হিলকার্ট রোড এবং বাঘাযতীন পার্ক ভরিয়ে দেওয়ার অনুরোধ করেছেন গৌতম।
বাড়িতে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে রিচার জন্য। মায়ের হাতে তৈরি ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিলি পনির খাবেন রিচা। থাকবে তাঁর প্রিয় মিষ্টিও। বাঘাযতীন পার্কের সংবর্ধনার পর রিচা বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে যাবেন। সেখানেই তিনি ক্রিকেট খেলতে শিখেছেন। শনিবার কলকাতায় রিচার জন্য পৃথক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।