• জাতীয় দলের পথে তরুণ ফুটবলার পাশাং
    এই সময় | ০৭ নভেম্বর ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: ভাইচুং, সুনীল ছেত্রীর মতো আরও এক পাহাড়ি ফুটবলার ভারতের জাতীয় দলের পথে। সেই পাশাং দোর্জি তামাং অবশ্য শিলিগুড়ির ছেলে। শহরের ৪৩ নম্বর ওয়ার্ডের শহিদ কলোনির বাসিন্দা। বাড়িতে বাবা-মা রয়েছেন। শিলিগুড়ির মহানন্দা ক্লাবের হয়ে খেলতেন। ২২ বছরের পাশাংয়ের খেলা নজরে পড়ে মোহনবাগানের কর্মকর্তাদের। এ বছরের জানুয়ারি মাসে পাশাং মোহনবাগান সুপার জায়ান্টস টিমে যোগ দেন। তার পরে সম্প্রতি ভারতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দলে সুযোগ পেয়েছেন।

    আজ, শুক্রবার থেকে কলকাতায় অনূর্ধ্ব-২৩ ক্যাম্প শুরু হবে। বৃহস্পতিবার রাতে কলকাতার ট্রেন ধরেছেন পাশাং। কলকাতায় পৌঁছে মোহনবাগান থেকে অনুমতি নিয়ে যোগ দেবেন জাতীয় ক্যাম্পে। এই শিবির থেকেই চূড়ান্ত দল বেছে নেওয়া হবে। অনূর্ধ্ব-২৩ দলটি আগামী ১৫ নভেম্বর থাইল্যান্ডের ব্যাঙ্ককে সে দেশের ফুটবল একাদশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে। শিলিগুড়ির ফুটবলপ্রেমীরা আশাবাদী পাশাংকে নিয়ে তিনি নিশ্চয়ই থাইল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন জাতীয় দলের জার্সি পরে।

    ভারতীয় মেয়েদের ক্রিকেটে বিশ্বজয়ের পরে শহর ডুবে আছে এখন রিচা ঘোষের বন্দনায়। তারই মধ্যে পাশাং এমন সুযোগ পাওয়ায় বেজায় খুশি শিলিগুড়ির ক্রীড়াপ্রেমীরা। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ফুটবল সচিব সুমন ঘোষ বলেন, 'পাশাং দারুণ খেলোয়াড়। মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে হ্যাটট্রিক রয়েছে। ভারতীয় দলেও পাশাং সফল হবে বলে আমরা আশাবাদী।'

    এ দিন পাশাং শিলিগুড়িতেই ছিলেন। শিলিগুড়ির প্রিমিয়ার লিগে মহানন্দা ক্লাবের হয়ে কিছুক্ষণ খেলেনও তিনি। পাশাং বলেন, 'ছ'বছর ধরে ফুটবল খেলছি। শিলিগুড়িতে খেলার সময়েই মোহনবাগান ক্লাব থেকে ডাক পাই। এখন ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পেয়েছি। আশা করছি, দেশের মান রাখতে পারব। শিলিগুড়িও সম্মান রক্ষা করতে চাই।'

  • Link to this news (এই সময়)