• বাস উল্টে সটান পড়ল খালে, রাজারহাটে ভয়াবহ দুর্ঘটনা, আহত কমপক্ষে ১৬
    এই সময় | ০৭ নভেম্বর ২০২৫
  • শুক্রবার সাতসকালে রাজারহাটে বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রিবাহী বাস। আহত কমপক্ষে ১৬ জন। ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ। সূত্রের খবর, এ দিন হাড়োয়া থেকে যাত্রিবাহী ওই বাস করুণাময়ীর দিকে আসছিল। হাড়োয়া খাল সংলগ্ন এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতে বাসটি রেলিং ভেঙে খালে পড়ে যায়। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে আসেন সাহায্যের জন্য। প্রথমে উদ্ধারকাজ শুরু করেন এলাকার লোকজন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে দেগঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি আড়াআড়ি উল্টে যায়। ফলে একাধিক যাত্রীর গুরুতর আহত হওয়ার সম্ভাবনা রয়েছে, জানান তিনি। কেন নিয়ন্ত্রণ হারাল বাসটি? উঠছে সেই প্রশ্ন। পুলিশ জানাচ্ছে, আপাতত যাত্রীদের উদ্ধার করে আহতদের হাসপাতালে পৌঁছনো প্রাথমিকতা। গোটা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। প্রয়োজনে স্থানীয় সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে। অতিরিক্ত গতির কারণেই কি এই দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। চালক ঘুমিয়ে পড়েছিলেন কি না, সেই দিকটিও খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)