• স্ট্যানফোর্ডের সেরা বিজ্ঞানীর লিস্টে নাম বাংলার চিকিৎসকের
    এই সময় | ০৭ নভেম্বর ২০২৫
  • এই সময়: চিকিৎসাবিজ্ঞানে অসাধারণ গবেষণা ও অবদানের জন্য প্রত্যেক বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ব জুড়ে সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করে। এলসেভিয়ার প্রকাশনা সংস্থার ডেটাবেস থেকে তথ্য নিয়ে এ বছরও সেটা তৈরি করেছে আমেরিকার ওই ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়। সেই মর্যাদাপূর্ণ তালিকায় এ বছর জায়গা পেয়েছেন বাংলার কৃতী চিকিৎসক ও বিজ্ঞানী উদয়চাঁদ ঘোষাল। গ্যাস্ট্রো–এন্টেরোলজি শাখার চিকিৎসা ও রোগ নির্ণয়ে তাঁর তৈরি দু’টি সর্বাধুনিক যন্ত্রের পেটেন্ট রয়েছে তাঁর নামে। দেশের প্রথম সারির স্বাস্থ্য–শিক্ষা প্রতিষ্ঠান লখনৌ পিজিআই–এর গ্যাস্ট্রো–এন্টেরোলজি বিভাগের প্রাক্তন প্রধান চিকিৎসক উদয়চাঁদের বাড়ি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে।

    দুনিয়ার সেরা ২ শতাংশ বিজ্ঞানীর এই তালিকা তৈরির সময়ে অ্যাকাডেমিক জগতের কাজকর্মকে গুচ্ছ মাপকাঠির বিচারে বিশ্লেষণ করা হয়। গবেষণার মৌলিকতা ও তার বাস্তব প্রয়োগ, প্রধান গবেষক এবং সহকারী লেখক হিসেবে কতগুলি গবেষণাপত্রের সঙ্গে তিনি যুক্ত, বিভিন্ন গবেষণায় কতগুলি সাইটেশনে তাঁর গবেষণার উদ্ধৃতি রয়েছে— এ সব দেখার পাশাপাশি সংশ্লিষ্ট গবেষকের পারফরম্যান্সকে ২২টি মূল মাপকাঠি ও ১৭৪টি উপ‑মাপকাঠির নিরিখে বিশ্লেষণ করে একটি মেধাতালিকা বা র‍্যাঙ্কিং তৈরি করা হয় এবং তার প্রথম ২ শতাংশ গবেষককে এই সম্মান দেওয়া হয়। প্রতি বছর নতুন করে পরিমার্জন করা হয় তালিকাটি। চলতি বছরের সেই নতুন পরিমার্জিত তালিকাতেই ১৫ জন ভারতীয় চিকিৎসকের মধ্যে রয়েছে এই বঙ্গসন্তানের নাম।

    বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে উদয়চাঁদ পরিপাকতন্ত্র সম্পর্কিত জটিল রোগের চিকিৎসায় নতুন দিক উন্মোচন করেছেন। তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো ‘ব্রেদ ক্যালক টেস্ট’, যা মানুষের শ্বাসে উপস্থিত হাইড্রোজেন ও মিথেন গ্যাসের পরিমাণ নির্ণয় করে বৃহদন্ত্রের একাধিক সমস্যার আঁচ দিতে সক্ষম। তাঁর আর একটি তাৎপর্যপূর্ণ আবিষ্কার হলো ‘ইন্ডিজিনিয়াস রেডিয়ো–ওপেক মার্কার’। যা বৃহদন্ত্রের কার্যকারিতা ও তার মধ্যেকার খাদ্যাবশেষের গতি নির্ণয়ে চিকিৎসকদের নতুন দিশা দিয়েছে।

  • Link to this news (এই সময়)