• রাজারহাটে ভয়াবহ দুর্ঘটনা, রেলিং ভেঙে খালে বাস, আহত বহু
    আজ তক | ০৭ নভেম্বর ২০২৫
  • শুক্রবার সকালে রাজারহাটে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। বেড়াচাঁপা থেকে করুণাময়ীর উদ্দেশ্যে রওনা হওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাট, হাড়োয়া রোডের পাশে থাকা মাজার খালে পড়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে দেগঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে সাতটা নাগাদ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎই চালকের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রেলিং ভেঙে সরাসরি খালের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে আহতদের হাসপাতালে পাঠান।

    ঘটনাস্থলে রাজারহাট থানার পুলিশ পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে এবং ট্রাফিক নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থা এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকাই এমন দুর্ঘটনার মূল কারণ। তাঁদের দাবি, এই রাস্তায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে, অথচ প্রশাসন তা নিয়ে উদাসীন।

    পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বেপরোয়া গতি এবং রাস্তার খারাপ অবস্থাই দুর্ঘটনার জন্য দায়ী।

     
  • Link to this news (আজ তক)