নয়াদিল্লি, ১১ নভেম্বর : হঠাৎ বিগড়ে গিয়েছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম। যার জেরে মুখ থুবড়ে পড়ল বিমান ওঠানামা। শুক্রবার সকালে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকল দিল্লি বিমানবন্দর। এদিনের ‘টেকনিক্যাল ত্রুটি’র জেরে এখনও পর্যন্ত অন্তত ১০০টি উড়ানে দেরি হয়েছে বলে খবর। চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে? এখনও নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি বিমানবন্দর কর্তৃপক্ষ। দায়সারা ক্ষমা চেয়ে তারা শুধু জানিয়েছে, ‘সমস্যা সমাধানের আপ্রাণ চেষ্টা চলছে।’
এদিন এয়ারপোর্ট অথরিটি-র (এএআই) তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেমে টেকনিক্যাল সমস্যার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান চলাচলে সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।’ উড়ানের সর্বশেষ তথ্য জানতে বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।
সমস্যা কোথায়? এএআই কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সকালে হঠাৎ সমস্যা দেখা দিয়েছে এটিসি-র অটোমেটিক মেসেজ স্যুইচিং সিস্টেম বা এএমএসএস-এ। যা এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ডেটার ক্ষেত্রে সাহায্য করে। সেটি কাজ না করায় কোন বিমানের টেরঅফ এবং নামার পুরো ছক ম্যানুয়ালি করতে হচ্ছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারদের। যে কারণে উড়াল চলাচল ক্ষতিগ্রস্ত হয়েছে।