নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার সাতসকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়িতে। ব্রিজ থেকে নয়ানজুলিতে উল্টে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস। জখম হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী। তাঁদের অনেকের চিকিৎসা চলছে স্থানীয় নার্সিংহোমে। বাকিদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বেড়াচাঁপা থেকে করুণাময়ী রুটের একটি বেসরকারি বাস খড়িবাড়ি থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করে বেপরোয়াভাবে বাস চালাচ্ছিলেন চালক। দ্রুত গতিতে যাওয়ার সময় খড়িবাড়িতে ঘটে বিপত্তি। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় উল্টে যায় যাত্রীবোঝাই বাসটি। সেটি গিয়ে পড়ে খড়িবাড়ি-হাড়োয়ার খালে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। শুরু হয় উদ্ধারকাজ। পরে খবর পেয়ে রাজারহাট ও শাসন থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের মতে, দুর্ঘটনায় জখম বহু যাত্রীর আঘাত গুরুতর। সাতসকালে অফিস টাইমে দুর্ঘটনার জেরে রাজারহাট-খড়িবাড়ি রোডে যানজটের সৃষ্টি হয়।