• দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি! ব্যাহত পরিষেবা, দেরিতে চলছে শতাধিক বিমান
    প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিমানবন্দরে ব্যপক সমস্যা। শুক্রবার সকাল থেকে ব্যহত পরিষেবা। পিছিয়ে গেল প্রায় ১০০-র বেশি উড়ানের সময়। বিমানবন্দরের তরফে নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে যাত্রীদের কাছে।

    যাত্রীদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ‘এয়ার ট্র্যাফিক কন্ট্রোল ব্যবস্থায় সমস্যার কারণে, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান পরিচালনায় সমস্যা হচ্ছে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড-সহ সকল স্টেকহোল্ডাররা দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছে।’

    জানা গিয়েছে শুক্রবার সকাল থেকেই শুরু হয় সমস্যা। সফটয়ার সংক্রান্ত সমস্যায় আটকে রয়েছেন বিপুল সংখ্যক যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম-এর প্রযুক্তিগত সমস্যার কারণে এই সমস্যা ঘটেছে। জানা গিয়েছে এটিসি স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে অন্য ব্যবস্থায় বিমান পরিচালনা করছে। সেই কারণেই উড়ানে দেরি হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

    জানা গিয়েছে, এটিসি সিস্টেমে বিভ্রাটের কারণে একই রকম বিঘ্ন ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায়। এর ফলে দিল্লি বিমানবন্দর থেকে অন্তত ২০টি বিমান দেরিতে ওড়ে। পরে সমস্যার সমাধান করা হয়। যদিও শুক্রবার সকালেই ফের শুরু হয়েছে সমস্যা।
  • Link to this news (প্রতিদিন)