• ব্রিজের রেলিং ভেঙে নয়ানজুলিতে বাস হাড়োয়ায় বড়সড় দুর্ঘটনা, আহত বহু
    প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
  • বিধান নস্কর, বিধাননগর: সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা। ব্রিজের রেলিং ভেঙে খালে উলটে গেল যাত্রী বোঝাই বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহত প্রায় ৪০ জন যাত্রী। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ।

    হাড়োয়া থেকে করুনাময়ীগামী একটি বাস শুক্রবার সকালে হাড়োয়া ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উলটে যায়। ব্রিজের রেলিং ভেঙে খালে পরে যায় যাত্রী বোঝাই বাসটি। বাসের ভিতরে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যাত্রীদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় মানুষ। তারাই উদ্ধার কাজ শুরু করেন দ্রুত। এরপরেই ঘটনাস্থলে পৌছায় রাজারহাট থানার পুলিশ। এখনও পর্যন্ত বাসটিকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে। বাসের মধ্যে একাধিক যাত্রীর আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য

    প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, অপর একটি বাসের পাশ দিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায় দুর্ঘটনাগ্রস্ত বাসটি। যদিও, এই ঘটনায় কেউ নিহত হননি বলেই এখনও অবধি জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)