• নভেম্বরের শুরুতেই বাড়ছে শীতের আমেজ! সপ্তাহান্তে আরও কমবে তাপমাত্রা, জাঁকিয়ে ঠান্ডা কবে রাজ্যে?
    প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: নভেম্বরের শুরুতেই হাওয়ায় হালকা শিতের আমেজ। ইতিমধ্যেই বিভিন্ন যায়গায় সকালের আকাশে দেখা যাচ্ছে কুয়াশার আস্তরণ। আবহাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শেষে ফের নামবে তাপমাত্রা। আরও বাড়বে শিতের আমেজ।

    জানা গিয়েছে, শুক্রবার থেকে আকাশ পরিষ্কার থাকবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুষ্ক আবহাওয়া দেখা যাবে। পাশাপাশি, কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে হাওয়ায় শিতের আমেজ বাড়বে।

    অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলের কিছু এলাকায় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    মহানগরের আকাশ থাকবে মেঘমুক্ত। সামান্য বেড়েছে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। আবহাওয়া অফিসের দাবি, রবিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২০-২১ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। রাতে এবং সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে।
  • Link to this news (প্রতিদিন)