দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফের ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’, জন্মদিনে বড় ঘোষণা অভিষেকের
প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দফার সেবাশ্রয়ে ব্যাপক সাফল্যের পর ফের ডায়মন্ড হারবার লোকসভায় চালু হচ্ছে ‘সেবাশ্রয়’। নিজের জন্মদিনে বড় ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারী পর্যন্ত ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে পর্যায় ক্রমে স্বাস্থ্য শিবির চলবে।
শুক্রবার নিজের জন্মদিনেই সেবাশ্রয় ২ কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে, স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে আমি ‘সেবাশ্রয়’-এর উদ্যোগ গ্রহণ করেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভার সকল নাগরিক-সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য-পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তস্তল থেকে খুশি হয়েছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল ‘সেবাশ্রয়’। কথা দিয়েছিলাম, আবারও এই ‘সেবাশ্রয়’ ফিরবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে আবারও শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’।”
অভিষেক জানিয়েছেন, “১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবিরগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। সাধারণ মানুষের সেবা এবং আর্ত-দুঃস্থ মানুষের আশ্রয়- এই আদর্শকে পাথেয় করেই দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’ ফিরছে।”
সেবাশ্রয় ২ শিবিরের তারিখ।
১-৭ ডিসেম্বর
মহেশতলা বিধানসভা
৮-১৪ ডিসেম্বর
মেটিয়াব্রুজ বিধানসভা
১৫-২১ ডিসেম্বর
বজবজ বিধানসভা
২২-৩০ ডিসেম্বর
বিষ্ণুপুর বিধানসভা (২৪ ও ২৫ ডিসেম্বর বন্ধ থাকছে)
২-৮ জানুয়ারি
সাতগাছিয়া বিধানসভা
৯-১৫ জানুয়ারি
ফলতা বিধানসভা
১৬-২২ জানুয়ারি
ডায়মন্ড হারবার বিধানসভা
২৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভাজুড়ে মডেল স্বাস্থ্য শিবিরে মেগা ক্যাম্প চলবে।
চলতি বছর জানুয়ারি মাসেই ডায়মন্ড হারবারে প্রথম দফার সেবাশ্রয় শিবির শুরু করেন অভিষেক। সেই কর্মসূচি সফল হয়। হাজার হাজার মানুষ বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পান। যা গোটা দেশের মধ্যে মডেল হিসাবে প্রশংসিত হয়েছে। ছাব্বিশের ভোটের মুখে ফের ‘সেবাশ্রয়’ নিয়ে ফিরছেন অভিষেক। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, জনসেবায় ব্রতী হয়েই তাঁর এই উদ্যোগ। এর নেপথ্যে রাজনীতি নেই।