• অশ্লীল ভিডিও কল, আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল! বেতাই কলেজের অস্থায়ী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর
    প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রীকে কুস্তাব! নগ্ন অবস্থায় ভিডিও কল! যুবতীর সঙ্গে অশ্লীল ভিডিও চ্যাট! আপত্তিজনক ছবি তুলে রেখে ব্ল্যাকমেল-সহ একাধিক অভিযোগ তেহট্টের বেতাই কলেজের অধ্যাপক তথা স্থানীয় তৃণমূল নেতা সুকমল বিশ্বাসের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি তেহট্ট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বলে জানা গিয়েছে।

    অধ্যাপকের একাধিক ভিডিও চ্যাট ও অশ্লীল ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। এই অভিযোগে তোলপাড় সোশাল মিডিয়া। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অভিযুক্তের দোষ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল। তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলা চেয়ারম্যান রূকবানুর রহমান বলেন, “এ ধরনের অভিযোগ কাম্য নয়। তবে ঘটনা খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে দল তো ব্যবস্থা নেবেই। প্রশাসন নিজের মতো চলবে।”

    অভিযুক্ত সুকমল নদিয়ার বেতাই ডক্টর বি আর আম্বেদকর কলেজের রাষ্ট্রবিজ্ঞানের স্যাট ক্যাটাগরির অধ্যাপক তথা তেহট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছাত্রীকে ভয় দেখিয়ে ও প্রভাব খাটিয়ে অশালীন আচরণ করতে বাধ্য করার অভিযোগ উঠছে। ছাত্রী পুলিশে অভিযোগ না করলেও তিনি মুখ খুলেছেন। ছাত্রীর দাবি, সুকমল তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন। তিনি রাজি না হওয়ায় ভয় দেখানো হয়। তারপর ভিডিও কলে অশ্লীল চ্যাট করতে বাধ্য করা হয়েছে। সুকমল কিছু স্ক্রিনশটও তুলে রেখেছেন। তা দেখিয়ে ব্ল্যাকমেলও করা হয়েছে বলে অভিযোগ যুবতীর। ছাত্রী বলেন, “বাইরে কিছু বলা হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভয়ে মুখ খুলতে পারিনি। আমি একবার অভিযোগ জানানোর চেষ্টা করেছিলাম। সম্মানহানির ভয়ে পিছিয়ে আসি। উনি এতটাই প্রভাবশালী আমাদের কিছু করার নেই।”

    অভিযুক্ত শিক্ষক সুকমল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিও চ্যাটের কথা স্বীকার করেছেন। তবে ভয় দেখানো হয়েছে বলে মানতে নারাজ তিনি। তিনি বলেন, “কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। কেউ কি প্রকাশ্য অভিযোগ করছে? কেউ কোনও দিন প্রকাশ্য অভিযোগ করবে না। কত কিছুই তো পোস্ট হয়। কেউ নাম প্রকাশ্যে এনে অভিযোগ করলে তখন বলবেন।”
  • Link to this news (প্রতিদিন)